বিনোদন ডেস্ক : প্রথম সপ্তাহান্তে ‘ব্রহ্মাস্ত্র’-র সারা বিশ্বে ‘ব্রহ্মাস্ত্র’ -র কালেকশান ২২৫ কোটি। এর আগে সলমন খান অভিনীত ‘সুলতান’ ও আমির খান-এর দঙ্গল ১০০ কোটির ক্লাবে পা রেখেছে। সপ্তাহান্তে ১০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলল রণবীর কপূর, আলিয়া ভট্ট অভিনীত ব্রহ্মাস্ত্র। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি পা রাখল ১০০ কোটির ক্লাবে। প্রথম সপ্তাহান্তে ‘ব্রহ্মাস্ত্র’-র আয় ১০৫ কোটিরও বেশি ।
প্রথম সপ্তাহান্তে ‘ব্রহ্মাস্ত্র’-র সারা বিশ্বে ‘ব্রহ্মাস্ত্র’-র কালেকশান ২৫৫ কোটি । এর আগে সলমন খান অভিনীত ‘সুলতান’ ও আমির খান-এর দঙ্গল ১০০ কোটির ক্লাবে পা রেখেছে । বক্স অফিসে সপ্তম স্থান অধিকার করে নিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। তামিল, তেলুগু, মালায়ালম ও কন্নড় ভাষাতেও মুক্তি পেয়েছে। দক্ষিণী ভাষায় এই ছবিটি ব্যবসা করেছে ১৩ কোটির ।
প্রথম দিন বিশ্বজুড়ে বক্স অফিসে ‘ব্রহ্মাস্ত্র’ ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে । দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার এই ছবির ব্যবসা বেড়েছে ১৫ শতাংশ। আলিয়া, রণবীর ও অমিতাভ বচ্চনের এই ছবির হিন্দি সংস্করণ দ্বিতীয় দিনে ৩৫.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। দুই দিনে হিন্দি থেকেই মোট ৬৬.৫০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। প্রথম দিন ‘ব্রহ্মাস্ত্র’ হিন্দিতে ব্যবসা করে ৩১ কোটির ও অন্যান্য ভাষায় ব্যবসা করেছিল ৪.৫ কোটি টাকার। এই পরিমাণ ব্যবসা বক্স অফিস ইন্ডিয়ার মতে, অরিজিনাল হিন্দি ছবির ইতিহাসে নন-হলিডের দিনে সর্বোচ্চ।
ছবিতে নাগার্জুন, শাহরুখ খান ও মৌনি রায়কেও দেখা গিয়েছে। পরিচালক অয়ন মুখোপাধ্যায় দ্বিতীয় দিনের শেষেও তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবির আয় নিয়ে। সেই পোস্ট অনুযায়ী, ছবিটি গোটা বিশ্বে ১৬০ কোটি টাকার ব্যবসা করেছে।
ক্যাপশনে তিনি লেখেন, ‘ব্রহ্মাস্ত্র ২ দিনের বক্স অফিস । এই পৃথিবীর ভালবাসার থেকে বড় কোনও ব্রহ্মাস্ত্র নেই। আমাদের প্রত্যেক দর্শককে ধন্যবাদ প্রেক্ষাগৃহে এই সপ্তাহান্তে ভালবাসা ও আলো ছড়িয়ে দেওয়ার জন্য ।’ তাঁর পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছা উপচে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।