বিনোদন ডেস্ক : গত কয়েক মাস ধরেই গুঞ্জন, মা হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এটি আরও দানা বাঁধে যখন কাজে একেবারে অনিয়মিত হয়ে পড়েন তিনি। গত তিন মাসে তাকে তেমন একটা শুটিংস্পটে পাওয়া যায়নি। তবে এ চিত্রনায়িকা জানালেন, মা হওয়ার জন্য নয়, ব্যবসার জন্য তার এই আড়াল।
এক সাক্ষাৎকারে মাহি বলেন, ‘‘আমি অনেক দিন ধরে চুপচাপ। এর কারণও আছে। আমি আসলে রেস্তোরাঁ তৈরিতে ব্যস্ত। সবাই ভেবেছেন, আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আমার মতো করে ছবির শুটিংও কিন্তু করছি। এক সপ্তাহ ধরে ‘অফিসার’ নামে একটি চলচ্চিত্রের শুটিং করছি। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করতে হচ্ছে।’’
গাজীপুরে তৈরি করছেন নিজের রেস্তোরাঁ। যারা নাম ফারিশতা। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পর তার ব্যবসায়ী হওয়ার এই চিন্তা আরও বেশি পোক্ত হয়েছে।
জানা যায়, তার রেস্টুরেন্টটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। তিনটি ফ্লোর নিয়ে ছয় হাজার বর্গফুটের এই ব্যবসাপ্রতিষ্ঠান। যেখানে থাকবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।
এদিকে, মাহিয়া মাহি এই মুহূর্তে ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব। যার কাজ চলছে পূর্বাচলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।