Advertisement
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন নির্বাচন হবে উৎসবমুখর ও সবার অংশগ্রহণমূলক। সরকার কোনো দলের পক্ষে নয়, সবাই যেন নিজের ইচ্ছামতো ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি ক্যারাভান উদ্বোধনকালে একথা বলেন তিনি।
এর আগে শনিবার সকালে ভোলা সরকারি স্কুল মাঠ থেকে ক্যারাভানের উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের দাবির তালিকা শিগগিরই জনগণের সামনে উপস্থাপন করা হবে, যেখানে জনগণ হ্যাঁ বা না ভোট দেবে।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষক থাকবে এবং কোনো কেন্দ্রে সহিংসতা হলে তাৎক্ষণিকভাবে ভোট স্থগিত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



