Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home সবার অনুরোধে যে কাজটি করতে যাচ্ছেন সুনেরাহ
বিনোদন

সবার অনুরোধে যে কাজটি করতে যাচ্ছেন সুনেরাহ

Shamim RezaSeptember 1, 20223 Mins Read
Advertisement

বিনোদন ডেস্ক : ভাদ্রের কাঠফাটা গরম। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলিসিয়াস। কখনও ৩৮ ডিগ্রিতেও ওঠে। এমন কাঠফাটা গরমে দুপুর পর্যন্ত ঘুমাচ্ছেন অভিনেত্রী সুনেরাহ্‌ বিনতে কামাল। ফোন করতেই ঘুম জড়ানো কণ্ঠে সুনেরাহ্‌ বললেন, মাত্র উঠলাম। এত বেলা পর্যন্ত ঘুম! রাতে ঘুমান না? সুনেরাহ্‌ বললেন, ‘রাতে কাজ করি। আমি শুধু অভিনয়ই করি না। চাকরিও করি। দিনের বেলায় তো নানা ব্যস্ততায় কাজ করা হয় না। তাই রাতের নিরিবিলিতে ব্যক্তিগত নানা কাজ করা হয়। ভোরে ঘুমাই।’

সুনেরাহ

এদিকে সুনেরাহ্‌ দুপুর পর্যন্ত ঘুমুচ্ছেন, অন্যদিকে তাঁর অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ বিশ্বব্যাপী ঘুরছে। সাফল্যের খবর দিচ্ছে। এরই মধ্যে নুহাশ হুমায়ূন পরিচালিত ‘মশারি’ যুক্তরাষ্ট্রের হলিশর্টস ফিল্ম উৎসবে সেরা হরর সিনেমার পুরস্কার জয় করেছে। নিজের অভিনয়ের এই সাফল্যে কেমন লাগছে জানতে চাইলে সুনেরাহ্‌ বললেন, ‘নির্মাণের পর ছবিটি বিশ্বের যেখানেই গেছে, সব জায়গা থেকে সম্মান বয়ে এনেছে। একজন অভিনয়শিল্পী হিসেবে এটা নিঃসন্দেহে অনেক গৌরবের। খবরটি জানার পর নুহাশের সঙ্গে কথা হয়। তিনি জানান, সেখানে নাকি আমার অভিনয়েরও প্রশংসা করা হচ্ছে। এসব তো ভীষণ অনুপ্রেরণার।’

ক্যারিয়ারের প্রথম সিনেমা “ন’ ডরাই” দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেরাহ্‌। পরবর্তী সময়ে কাজের পরিধি খুব একটা না বাড়লেও তাঁর প্রতি দর্শকের প্রত্যাশা ধরে রাখার চেষ্টা করেছেন সব সময়। ছোট পর্দায় তাঁর বেশ কয়েকটি নাটক আলোচনায় এসেছে। পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন তিনি। অভিনয়ে প্রশংসিত হলেও কাজের সংখ্যাটা কম কেন? এমন প্রশ্নে সুনেরাহ্‌ বলেন, ‘শুরু থেকেই গল্প আর চরিত্রের ব্যাপারে খুবই সচেতন। আমি যেহেতু চাকরি করি তাই কাজের সংখ্যাটা কম। এর জন্য বাছাইয়ের সুযোগটাও বেশি থাকে। চেষ্টা থাকে, যে কাজটি করব সেটি যেন দর্শকের ভালো লাগে। তাঁরা যেন নতুন কিছু পান।’ এদিকে সুনেরাহ্‌ জানালেন, অভিনয় শেখার প্রতি তাঁর মনোযোগ আরও বেড়েছে। বেড়েছে অভিনয়ের যত্ন-আত্তি নেওয়ার মাত্রাও। তাই অভিনয় শিখতে সময় দিচ্ছেন সুনেরাহ্‌। শুরু করেছেন অভিনয়ের স্কুলে ক্লাসও।

শুধুই কি তাড়না থেকে অভিনয়ের এই স্কুলিং। না অন্য কোনো কারণ আছে? সুনেরাহ্‌ বললেন, ‘নাহ। তেমন কিছুই নয়। অভিনয়টা আরও পোক্ত করতেই অভিনয় শিখছি।’ সুনেরাহ্‌ যখন কাজ শুরু করেন তখন বেশ চঞ্চল ও প্রফুল্ল দেখা গেছে। এখনকার সুনেরাহ্‌র মধ্যে তেমনটি নেই। এড়িয়ে চলেন আড্ডা। ধীরে ধীরে যেন অন্তর্মুখী স্বভাবের হয়ে উঠছেন। বিষয়টির সুন্দর ব্যাখ্যা দিলেন এই অভিনেত্রী। বললেন, ‘এখন তো বড় হচ্ছি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের আলাদা একটা জগৎ তৈরি হয়, যা একান্তই নিজের জগৎ। নিজের সেই জগতে নিজেকে সময় দিতে পছন্দ এখন। নিজেকে টেক কেয়ার করি, নিজের মতো চলি। ব্যস্ততাও বেড়েছে। এই আর কী…।’

ব্যাংক থেকে লোন না নিয়েও পেলেন নোটিশ, গ্রেফতার আতঙ্কে ভুগছেন তারা

অভিনেত্রী সুনেরাহ এবার উপস্থাপনাও করতে যাচ্ছেন। তবে অনেকটা অনুরোধেই তার উপস্থাপনায় আসা। আগামী কাল প্রথমবারের মতো ওটিটি এবং ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে ডেইলিস্টার। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চনা করবেন সুনেরাহ। বিষয়টি নিয়ে বেশ নার্ভাস রয়েছেন এই অভিনেত্রী। বললেন, উপস্থাপনা এই প্রথমবার করতে যাচ্ছি। বেশ নার্ভাস লাগছে। তবে আমি আশাবাদি খারাপ করব না।

তাহলে উপস্থাপনা শুরু করছেন? ‘না না না আমি উপস্থাপনা নিয়মিত করব না। এটা অনুরোধে করা’।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অনুরোধে করতে কাজটি বিনোদন যাচ্ছেন সবার সুনেরাহ
Related Posts
সানি ও ড্যানিয়েল

সন্তানদের স্বাবলম্বী করতে যে উপায় বেছে নিলেন সানি ও ড্যানিয়েল

December 19, 2025
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

জবাব দাখিলের সময় পেলেন মেহজাবীন

December 19, 2025
সংগীতশিল্পী কুমার শানু

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

December 18, 2025
Latest News
সানি ও ড্যানিয়েল

সন্তানদের স্বাবলম্বী করতে যে উপায় বেছে নিলেন সানি ও ড্যানিয়েল

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

জবাব দাখিলের সময় পেলেন মেহজাবীন

সংগীতশিল্পী কুমার শানু

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

আসছে সিয়ামের ‘রাক্ষস’

শিউরে ওঠা সিয়ামের ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক

সিনেমার প্রচারণায় হেনস্তার অভিযোগ

সিনেমার প্রচারণায় হেনস্তার অভিযোগ, অস্বস্তিতে নিধি আগারওয়াল

ঐশ্বরিয়া

ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করতে যা করেছিলেন পরিচালক

নায়িকা তুষি

ছয় মাস সাবান-শ্যাম্পু ব্যবহার না করার কারণ জানালেন নায়িকা তুষি

মডেল মেঘনা আলম

হাদির আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম

মেহজাবীন চৌধুরী

আদালতে মেহজাবীন চৌধুরীর জবাব দাখিলের শুনানি পেছাল

সালমান খান

গরুর মাংস কেন খান না সালমান খান? জানালেন নিজেই

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.