বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন আজকাল শুধু ফ্যাশনই নয় প্রতিদিনের বিভিন্ন কাজের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ব্যক্তিগত জীবন থেকে অফিসিয়াল সবখানেই ফোনে আবদ্ধ জীবন। বলা যায়, ফোন ছাড়া আজকাল দিনাতিপাত করা এক প্রকার অসম্ভব। হালের ফ্যাশনে প্রতিনিয়তই বাজারে আসছে নতুন মডেলের স্মার্টফোন। চলুন জেনে নিই কোন ব্রান্ড এবং মডেলের ফোন গ্রাহক পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।
জিএসএম অ্যারেনার ওয়েবসাইট অনুযায়ী, টপ ১০ বাই ডেইলি ইন্টারেস্টের তালিকায় দেখা যায় :
স্যামসাং গ্যালাক্সি এস২৪এফই তালিকার প্রথম স্থানে। এই ফোনে ডেইলি হিটের সংখ্যা একত্রিশ হাজার তিনশ পঁচিশ, ত্রিশ হাজার নয়শত হিটে তালিকায় দ্বিতীয় স্থানে স্যামসাং গ্যালাক্সি এ৫৫। তালিকায় তৃতীয় স্থানে ভিভো এক্স২০০ প্রো মিনি যার হিট সংখ্যা ত্রিশ হাজারেরও বেশি। চার এবং পাঁচে যথাক্রমে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা এবং অ্যাপল আইফোন ১১।
টপ টেপ বাই ফেনস ক্যাটাগরীতে দেখা যায় :
গ্রাহকের পছন্দের তালিকায় স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা যার পছন্দ সংখ্যা এক হাজার তিনশ, তালিকায় দ্বিতীয় স্থানে শাওমি পেকেো এফ৫ যার পছন্দের সংখ্যা সাতশত সাতচল্লিশ।
লজ্জার সমস্ত সীমা অতিক্রম করলেন এই অভিনেত্রী, ভুলেও কারও সামনে দেখবেন না
এই তালিকার ছয়শত সাতান্ন পছন্দ নিয়ে তৃতীয় স্থানে সনি এক্সপেরিয়া১ভি। তালিকার চার এবং পাঁচ নম্বর স্থানে ওয়ান প্লাস ১২ এবং অ্যাপল আইফোন১৫ প্রো ম্যাক্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।