প্রকাশ্যে সবার সামনে রচনাকে আদর করলেন প্রসেনজিৎ

রচনা-ও-প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক : দু’জনের রসায়ন এখনও আগের মতোই এবং অটুট। কথায় কথায় রচনা বললেন, “বুম্বাদা একা থাকলে আমি বিয়ে করতে চাইতাম”! টলিউড ইন্ডাস্ট্রির এক সময়ের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ-রচনা। খবর আনন্দবাজার পত্রিকা।

রচনা ও প্রসেনজিৎ

মাঝে পেরিয়ে গিয়েছে অনেকখানি সময়। বহু পুরনো জুটির হারিয়ে গিয়েছে সময়ের সঙ্গে। এসেছে অজস্র নতুন জুটি। কিন্তু বুম্বাদা-রচনা এখনও সেই আগের মতো, রয়ে গিয়েছেন একই বাঁধনে। জুটির রসায়ন এখনও অটুট।

আনন্দ উৎসবের কাছে ধরা দিলেন দু’জনে, নিভৃতে একান্ত আলাপচারিতায়। যেখানে উঠে এল তাদের নানা রকম গল্প। কথায় কথায় রচনা বললেন, “বুম্বাদা একা থাকলে আমি বিয়ে করতে চাইতাম!”

গাছের ডালে সন্তানের গলা আটকে যাওয়া থেকে যেভাবে উদ্ধার করলো মা বানর

নিমেষে প্রসেনজিতের উত্তর, “আমি শুনে ব্লাশ করছি।” আর বুম্বাদা স্বয়ং খোলাখুলিই বলে ফেললেন, “রচনাকে আমি লোকের সামনেও এ ভাবে আদর করতে পারি।” এ বার তাঁর নায়িকার লজ্জায় রাঙা হওয়ার পালা!