বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও অ্যাপল যে এ বছর একটি আলট্রা-স্লিম (অতি পাতলা) আইফোন নিয়ে আসছে এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছে অ্যাপলের পণ্যের বিশ্বস্ত সূত্রগুলো। প্রযুক্তি বিশ্লেষকরাও তেমনটাই ইঙ্গিত করছেন। সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গারম্যান সম্প্রতি আইফোন ১৭ এয়ারের দাম ও ফিচার সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য প্রদান করেছেন। এমন নয় যে, তথ্যগুলো নিয়ে ইতোপূর্বে আলোচনা হয়নি। তবে গারম্যানের বয়ানে বেরিয়ে আসা তথ্যের আলাদা গুরুত্ব আছে বৈকি!
ব্লুমবার্গে প্রকাশিত নিজের পাওয়ার অন নিউজলেটারে মার্ক গারম্যান ধারণা দিয়েছেন কেমন হতে যাচ্ছে অ্যাপলের আলট্রা-থিন আইফোন ১৭ এয়ার। আলট্রা-থিন বা অতি পাতলা ডিজাইনের কারণে অনেকেই ভাবছেন যে, এয়ার মডেলটির ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপের সাথে আপোষ করতে বাধ্য হবে আপল। কেননা স্লিম ডিজাইনের কারণে চাইলেও বড় আকারের ব্যাটারি দিতে পারবে না মার্কিন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
কিন্তু গারম্যান জানাচ্ছেন, আইফোন ১৭ এয়ার মডেলে অন্যান্য আইফোন মডেলগুলোর সমপরিমাণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। অ্যাপল কীভাবে এটা করবে সে ব্যাপারে অবশ্য কিছু জানাননি তিনি। তবে সম্প্রতি ‘আইস ইউনিভার্স’ নামের একটি সূত্রের বরাতে জানা যায় যে, উচ্চ ব্যাটারি সক্ষমতা নিশ্চিত করতে অ্যাপল এয়ার মডেলটিতে ব্যবহার করতে পারে ‘হাই-ডেনসিটি ব্যাটারি সেল’ (উচ্চ ঘনত্বের ব্যাটারি সেল)।
যারা ভাবছেন আইফোন ১৭ এয়ার ফোনটির দাম অনেক বেশি হতে যাচ্ছে, তাঁদের জন্য সুখবর দিচ্ছেন গারম্যান। তিনি বলছেন, আমেরিকার বাজারে এয়ার মডেলটির দাম শুরু হতে পারে ৮৯৯ ডলার থেকে। অর্থাৎ, দামের দিক থেকে আইফোন ১৬ সিরিজের প্লাস মডেলটির সমান হতে যাচ্ছে ১৭ এয়ার। সে হিসেবে ১৭ সিরিজের বেজ মডেলের পর সবচেয়ে স্বল্পমূল্যের আইফোন হতে পারে ১৭ এয়ার ডিভাইসটি।
আইফোন ১৬ সিরিজের মডেলগুলোর মতোই ১৭ এয়ার মডেলেও দেখা যাবে ক্যামেরা কনট্রোল বাটন, এমনটাই জানাচ্ছেন গারম্যান। আরও একটি দিকে ১৬ সিরিজের সাথে এয়ার মডেলটির মিল থাকতে পারে বলে গারম্যান ধারণা করছেন। ১৬ সিরিজের মডেলগুলোতে স্ক্রিনের চারপাশে বেজেল যতটা পুরু, ঠিক একই বেজেল দেখা যেতে পারে ১৭ সিরিজের এয়ার মডেলটিতেও।
মার্ক গারম্যান আরও বলছেন, আইফোন ১৭ এয়ার ফোনে থাকতে পারে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৬-ইঞ্চি ডিসপ্লে, ডায়নামিক আইল্যান্ড, সিঙ্গেল লেন্সের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ও এ১৯ চিপ। আইফোন ১৭ সিরিজের প্রো ও প্রো ম্যাক্স মডেল দুটি’তে অবশ্য এ১৯ প্রো চিপ থাকবে বলে জানিয়েছেন গারম্যান।
আইফোন ১৭ এয়ার হতে যাচ্ছে প্রথম পোর্ট-ফ্রি আইফোন?আইফোন ১৭ এয়ার সম্পর্কে বাজারে প্রচলিত একটি গুজব হচ্ছে যে, এটি হতে যাচ্ছে প্রথম পোর্ট-ফ্রি আইফোন। অর্থাৎ এই ফোনটিতে থাকবে না কোনো পোর্ট, এমনকি ইউএসবি-সি চার্জিং পোর্টও থাকবে না। কিন্তু এ সম্পর্কে গারম্যান কী বলছেন?
গারম্যান বলছেন, প্রাথমিকভাবে অ্যাপলের পরিকল্পনা ছিল ১৭ এয়ার মডেলকে পোর্ট-ফ্রি ডিভাইস হিসেবে তৈরি করা। কিন্তু পরবর্তীতে এই পরিকল্পনা থেকে সরে আসে তাঁরা। পোর্ট-ফ্রি আইফোন ইউরোপিয়ান ইউনিয়নের আইনের পরিপন্থী হতে পারে, এমনটা ভেবেই ইউএসবি-সি পোর্ট রাখার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল।
উল্লেখ্য, কয়েক মাস আগেই ইউরোপে লাইটনিং পোর্ট থেকে ইউএসবি-সি পোর্টে ফিরে আসতে বাধ্য হয়েছে অ্যাপল। এয়ার মডেলটি নিয়েও ভবিষ্যতে এমন কোনো আইনগত জটিলতার সম্মুখীন হতে পারে, এমন সম্ভাবনার কথা বিবেচনা করেই এয়ার মডেলটিকে পোর্ট-ফ্রি করছে না তাঁরা। তবে গারম্যান বলছেন, ভবিষ্যতে কোনো এক সময় বাজারে আসতে পারে পোর্ট-ফ্রি আইফোন।
আইফোন ১৭ সিরিজ উন্মোচিত হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে। তবে ১৭ সিরিজ নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনো তথ্যই আনুষ্ঠানিকভাবে জানায়নি অ্যাপল।
তথ্যসূত্র: টেকরাডার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।