জুমবাংলা ডেস্ক : উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ গোর-এ-শহীদ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় অনুষ্ঠিত এই ঈদ জামাতের ইমামতি করেন দিনাজপুর সদর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী।
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত দুই বছর এই ময়দানে ঈদের নামাজ আদায় হয়নি। এই ঈদগাহ মাঠে একসঙ্গে লাখো মুসল্লি নামাজ আদায় করতে পেরে খুশি। নামাজ শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গনে মেতে উঠেন মুসল্লিরা।
গোর-এ শহীদ মাঠে গিয়ে দেখা যায়, ঈদুল ফিতরের নামাজ আদায় করতে লাখো মুসল্লির ঢল। উত্তর বঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বগুড়া ও জয়পুরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন মুসল্লিরা। মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোবাইক, রিকশা-ভ্যান ও মোটরসাইকেলে এসেছেন তারা। এসব যানবাহন রাখার ব্যবস্থাও করেছে প্রশাসন।
জয়পুরহাট থেকে গোর-এ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে আসা রফিকুল ইসলাম বলেন, উপমহাদেশের সবচেয়ে বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। লাখ লাখ মুসলমানরা এই জামাতে শরিক হয়েছেন। এতো বড় ঈদের জামাতে নামাজ আদায় করতে পেরে আমার খুব ভাল লাগছে।
জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে আসা আনিছুর রহমান বলেন, গত দুই বছর করোনার কারণে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার নামাজের ব্যবস্থা হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে ভোর ৬টায় মোটরসাইকেলে এসেছি। ঈদের নামাজ পড়তে পেরে নিজেকে ধন্য মনে করছি।
কয়েকজন স্থানীয় মুসল্লি বলেন, আমাদের দিনাজপুরবাসীর সৌভাগ্য উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়। প্রশাসনকে ধন্যবাদ। কঠোর নিরাপত্তায় ঈদগাহ মাঠটি সাজিয়েছে তারা। অনেক শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারলাম।
ঈদ ময়দানে সাক্ষ্য দিচ্ছি, অন্যায় কাজ করেন না শেখ হাসিনা : পরিকল্পনামন্ত্রী
দিনাজপুর জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, দেশের সবচেয়ে বড় ঈদের জামাত গোর-এ শহীদ ময়দানে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ও নিরাপদে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য মাঠে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে। আগত প্রতিটি মুসল্লিকে তল্লাশি করে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়েছে। মাঠে মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, বিজিবি, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করেছি। মাঠের আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করা হয়েছে ওয়াচ টাওয়ার থেকে। শহরের বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। শহরে প্রবেশের সকল পথে চেকপোষ্টের ব্যবস্থা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।