সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’, বাজেট যত কোটি রূপি

ব্রহ্মাস্ত্র

বিনোদন ডেস্ক : প্রিন্ট ও পাবলিসিটি (মুদ্রণ ও প্রচারণা) ব্যয় বাদেই ‘ব্রহ্মাস্ত্র’র অফিশিয়াল বাজেট ৪১০ কোটি রূপি। এর মাধ্যমে এটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঠগস অব হিন্দুস্তান’র বাজেটকে (৩১০ কোটি রূপি) পেছনে ফেলেছে।

ব্রহ্মাস্ত্র

রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চনসহ আরও এক ঝাক তারকায় ঠাসা ‘ব্রহ্মাস্ত্র’ই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র হতে যাচ্ছে বলে খবর বলিউড হাঙ্গামা সূত্রের।

সূত্র অনুযায়ী, প্রিন্ট ও পাবলিসিটি (মুদ্রণ ও প্রচারণা) ব্যয় বাদেই অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার অফিশিয়াল বাজেট ৪১০ কোটি রূপি। বলিউডের অন্দরের এক ব্যক্তি বলন, “এটাই এযাবতকালে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এবং সিনেমাটি দেখতে গেলে এর প্রতিটি ফ্রেমেই স্পষ্ট হবে খরচের বিষয়টা।”

তিনি আরও বলেন, “অয়ন মুখার্জি ও তার টিমের উদ্দেশ্য ছিল, এমন একটি সিনেমা বানানো যা বলিউডে আগে কোনোদিনই দেখা যায়নি। সিনেমার ভিজ্যুয়াল এমনভাবে করা হয়েছে যেন তা দর্শককে ভিন্ন এক মাত্রায় নিয়ে যায়। ট্রেইলারে তো বলতে গেলে কিছুই দেখানো হয়নি, পুরো সিনেমাজুড়েই রয়েছে চমক।”

তবে ছবিটি ব্যবসাসফল হবে কিনা তা নিয়ে শেয়ারহোল্ডারদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও, ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে তারা মনে মনে আত্মবিশ্বাসী বলে জানান ঐ ব্যক্তি।

জাতীয় পরিচয়পত্র বিতরণের সময়সূচি নিয়ে যা জানা গেল

সিনেমার এই বিপুল বাজেট দিয়ে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঠগস অব হিন্দুস্তান’ এর সাথে বিগ বাজেটের ক্লাবে যুক্ত হলো। ‘ঠগস অব হিন্দুস্তান’র বাজেট ছিল ৩১০ কোটি রূপি।