বিনোদন ডেস্ক : চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বক্স অফিস মাতিয়েছেন শাহরুখ খান। বছরে এভাবে পরপর দুটি ছবি ব্লকবাস্টার পাওয়া যেকোনো অভিনেতার ক্যারিয়ারেই বিরল। এরপর ভক্তদের জন্য এল এই তারকার আরও একটি সুখবর। চলতি বছরে ৬০০০ কোটি রুপির বেশি সম্পত্তি নিয়ে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন শাহরুখ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য সিয়াসত ডেইলির প্রকাশিত প্রতিবেদনে নাম রয়েছে হৃত্বিক রোশন, অমিতাভ বচ্চন, সালমান খান, অক্ষয় কুমার ও আমির খানেরও।
যেখানে বলিউড বাদশার আয় দেওয়া হয়েছে যেখানে ৭৩৫ মিলিয়ান ডলার। বাংলাদেশি টাকায় সেই অঙ্ক দাঁড়ায় ৮ হাজার কোটিরও বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন হৃত্বিক রোশন (৪১০ মিলিয়ন ডলার)। তৃতীয় নাম আসে অমিতাভের (৩৭৫ মিলিয়ন ডলার)। চতুর্থ স্থানে আছেন সালমান খান (৩৫৫ মিলিয়ন ডলার)।
Richest* Actors in India 🇮🇳 2023:
🎞️ Shah Rukh Khan ➡️ $735 Millions
🎞️ Hrithik Roshan ➡️ $410 M
🎞️ Amitabh Bachchan ➡️ $375 M
🎞️ Salman Khan ➡️ $355 M
🎞️ Akshay Kumar ➡️ $325 M
🎞️ Amir Khan ➡️ $235 M
🎞️ Chiranjeevi ➡️ $200 M
🎞️ Ram Charan ➡️ $175 M
🎞️ Saif Ali Khan ➡️ $150 M…— Indian Stats & Index (@statsfeed_india) November 6, 2023
এর আগে ২০১৪ সালে শাহরুখ খানকে বিশ্বের দ্বিতীয় ধনী শিল্পী হিসেবে ঘোষণা করা হয়েছিল। আট বছর পরও একই অবস্থান ধরে রেখেছেন তিনি।
এদিকে, বড়দিন উপলক্ষে চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘ডাঙ্কি’। যাতে কিং খানের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। রয়েছেন বোমান ইরানি ও ভিকি কৌশলও।
এ ছাড়া শিগগিরই শাহরুখ-সালমানকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে বলেও গুঞ্জন রয়েছে। যশরাজের স্পাই ইউনিভার্সে এ দুই তারকাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘টাইগার ভার্সেস পাঠান’। এর আগে ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’ ছবিতে প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।