বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন।
বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের। তবে সম্প্রতি ডিজিটাল দুনিয়ায় রাজ করছে সবচেয়ে সাহসী একটি ওয়েব সিরিজ।
বর্তমান যুগে বেশ কয়েকটি ওয়েব সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে যাতে নয়তো রয়েছে রগরগে যৌনতা, নতুবা রয়েছে ডার্ক অ্যাকশন সিকুয়েন্স। এই সমস্ত ওয়েব সিরিজ প্রায় রিলিজ করে উল্লুতে। আবার বেড সিন ছাড়াও বেশকিছু রোমান্টিক থ্রিলার মন জয় করছে নেটিজেনদের।
কিছুদিন ধরেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এমএক্স প্লেয়ার এর আশ্রম ৩ ওয়েব সিরিজ। কারণ এতে একদিকে যেমন রয়েছে টানটান সাসপেন্স, ঠিক অন্যদিকে রয়েছে হটবোম্ব অভিনেত্রী এশা গুপ্তা ও তৃধার বেড সিন। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন কিছু ওয়েব সিরিজের নাম জানাবো যা এমএক্স প্লেয়ারের বাইরে রিলিজ করে গোটা ভারতীয় দর্শকদের মন জয় করে নিয়েছিল।
কিছুদিন আগেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ওয়েব সিরিজ মির্জাপুর। আমাজন প্রাইমে রিলিজ করেছিল এই ওয়েব সিরিজ। পঙ্কজ ত্রিপাঠীর মত বড় অভিনেতা এই ওয়েব সিরিজের লিড রোলে অভিনয় করেছেন। এই ওয়েব সিরিজের অ্যাকশন সিকোয়েন্স এবং রক্ত গরম করা ডায়লগ পছন্দ হয়েছে সকলের।
পরপর দুটি পার্ট ব্যাপক সাফল্য পাওয়ার পর নির্মাতাদের তরফে জানানো হয়েছে যে খুব শীঘ্রই রিলিজ করবে মির্জাপুর ৩। এতে যে সাহসী দৃশ্য ঠাসা থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। ওয়েব সিরিজপ্রেমীরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
ভিভো-স্যামসাংকে টেক্কা দিতে বাজারে আসছে কমদামি ফোল্ডেবল ফোন
মির্জাপুর ছাড়া অ্যামাজন প্রাইমের আরেক চর্চিত ওয়েব সিরিজ হল ফ্যামিলি ম্যান সিরিজ। এতে ঘন ঘন বেডসিন না থাকলেও রয়েছে অশ্লীল ভাষার প্রয়োগ। এতে মনোজ বাজপেয়ীর অভিনয় মন জয় করে নিয়েছে সকলের। প্রথম ২ পার্ট ব্যাপক সাফল্যমন্ডিত হওয়ার পর খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে ফ্যামিলি ম্যান ৩। এতে কি ধরনের সাসপেন্স থাকবে সেই নিয়ে তুমুল আলোচনা চলছে ইন্টারনেট দুনিয়াতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।