বিনোদন ডেস্ক : বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় দেখানো হল বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ট্রেলার। বিশেষ সেই মুহূর্তে উপস্থিত ছিলেন নায়ক নিজেও।
সেসময় শাহরুখকে দেখা গেছে কালো জ্যাকেটে। গলায় মালা। বুর্জ খালিফার সামনের এক স্টেজে দাঁড়িয়ে ট্রেলার দেখেছেন তিনি। দিয়েছেন সিগনেচার পোজও। ‘ঝুমে জো পাঠান’র এর তালে নেচেছেন শাহরুখ। তার মুখে ছবির সংলাপও শোনা যায়। শাহরুখ আন্তর্জাতিক লিগ টি-টুয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি ‘পাঠান’-এর প্রচারের জন্য দুবাই গিয়েছেন।
দুবাইয়ের বিশেষ সেই মুহূর্তের একাধিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে শাহরুখ খানের একাধিক ফ্যানক্লাব। ছবিগুলো নিজেদের সামাজিক মাধ্যমের দেয়ালে শেয়ার করছেন ভক্তরা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখ একজন ভারতীয় স্পাই, যার নাম পাঠান। অন্যদিনে জন আব্রাহাম একটি জঙ্গি সংগঠনের কর্তা। যিনি ভারতে ভয়ংকর হামলার ছক কষেন। সেই হামলা থেকে ভারতকে রক্ষা করতেই মিশনে নামেন পাঠান। তার সঙ্গে অ্যাকশন গার্ল হিসেবে দেখা যাবে দীপিকাকেও। ছবিতে আরও আছেন ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রানার। ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে এই সিনেমা।
সূত্র: পিঙ্ক ভিলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।