ধর্ম ডেস্ক : শবে মেরাজ উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ওমানের শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সরকারি এবং বেসরকারি সব কর্মীরা ছুটির সুবিধা পাবেন উল্লেখ করে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান তাদের কর্মীদের এদিন কাজ করাতে চায়। তাহলে তাদের অবশ্যই আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ এদিন কোনো কোম্পানি কাজ করাতে চাইলে কর্মীদের বাড়তি অর্থ দিতে হবে।
এদিকে, ৩০ জানুয়ারির পরবর্তী ২ দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন দেশটির কর্মীরা। শবে মেরাজ উপলক্ষে কুয়েতও তিনদিনের সরকারি ছুটি মিলছে। তবে ইসলাম আবির্ভাবের স্থান সৌদি আরবে শবে মেরাজে কোনো ছুটি নেই।
লাইলাতুল মিরাজ বা মিরাজের রাতকে আমাদের দেশে সাধারণত শবে মেরাজ হিসেবে আখ্যায়িত করা হয়। ইসলাম ধর্মমতে, নবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত প্রাপ্তির একাদশ বছরের (৬২০ খ্রিস্টাব্দ) রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে হযরত জিবরাইল (আ.) এর সঙ্গে বোরাকে চড়ে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস হয়ে সপ্তম আকাশের ওপর আরশে আজিমে আল্লাহর দিদার লাভ করেন।
মুসলিমরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এ রাতটি পালন করেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে, কেননা এ মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক (ফরজ) করা হয় এবং এ রাতেই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য নিয়ে আসেন নবী মুহাম্মদ (সা.)।
মানবজাতির জন্য আদর্শ ও অনুকরণের প্রতীক মুহাম্মদ রসুলুল্লাহ (সা.)
হাদিসে বলা হয়েছে, রজব মাসের শুরু থেকে নবী করিম (সা.) মুসলমানদের বেশি বেশি নেক কাজ করার তাগিদ দিতেন। রজব ও শাবান মাসের পরেই আসে রমজান মাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।