Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home সবজির বাজার লাগামহীন
জাতীয়

সবজির বাজার লাগামহীন

Shamim RezaOctober 6, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর সবজির বাজার লাগাম ছাড়া। ঘটেছে স্মরণকালের মূল্যবৃদ্ধি।

Sobje

বেগুনের দাম ছুঁয়েছে ব্রয়লার মুরগিকে। পেঁপে ছাড়া কোনো সবজি ৮০ টাকার নিচে নেই। ঢাকার বাজারে চোখে পড়েনি বড় ইলিশ।

রোববার (৬ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-২, ১০, ১৩, ১১ ও ১৪ নম্বর সেক্টর, মোহাম্মদপুর, ফার্মগেটসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বাজারে প্রতিকেজি বড় বেগুনের দাম ১৮০ থেকে ২১০ টাকা পর্যন্ত। মাঝারি বেগুন ১২০ টাকা, লম্বা বেগুনের কেজি বাজার ভেদে ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙা ১২০ টাকা। সবুজ ছোট মিষ্টি কুমড়া ৮০ টাকা কেজি, বড় পাকা মিষ্টি কুমড়া ৭০ টাকা কেজি। বড় শসা ১২০ টাকা, ছোট শসা ৮০ টাকা; সবই হাইব্রিড। বরবটি ১৪০ থেকে বাজার ভেদে ১৬০ টাকা, করলা বাজার ভেদে ১০০ থেকে ১২০ টাকা, উস্তা ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ২০০ টাকা, কাকরোল ১০০ টাকা, কচুর লতি ১২০ টাকা, গাজর ১৮০ টাকা ও পটলের কেজি ৮০ টাকা। অফ সিজনের সবজি সিমের কেজি ৩২০ টাকা, ৫০০ গ্রাম ওজনের পাতাকপি ও ফুলকপি যথাক্রমে ৭০ টাকা, কচুরমুখির কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ এক কেজির দাম বাজার ভেদে ৩২০ থেকে ৩৬০ টাকা। আর চিচিঙ্গার কেজি ১০০ টাকা। দেড় কেজি ওজনের লাউয়ের দাম ৭০ টাকা, বড় হলে দামও বেশি। আলুর কেজি বাজার ভেদে ৬০ থেকে ৭০ টাকা, কাঁচকলার হালি ৫০ টাকা। সব বাজারে পেঁপেরই একটু কম দাম, তাও কেজি ৪০ টাকা। বিক্রেতারা বলছেন, আড়তে সব সবজির সরবারহ কম।

বাজারে গিয়ে হিসাব মিলছে না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত আমিরুল ইসলামের। তিনি মিরপুর-১৩ নম্বরের বাজারে গেছেন সবজি কিনতে। দাম শুনে কী কিনবেন তা হিসাব মেলাচ্ছেন।

শাকও নেই পিছিয়ে, মিলেছে দাম বাড়ার দৌড়ে। কচু শাকের আঁটি ২০ টাকা, লাউর ডগা ৪০ টাকা, পুঁই শাকের আঁটি ৪০ টাকা, কলমি শাক ২০ টাকা, পদ্মাফুল আঁটি ২০ টাকা ও লাল শাকের আঁটি ৩০ টাকা। এ প্রতিবেদক কথা বলতে চাইলে আমিরুল কথা বলা থেকে বিরত থাকেন। দ্বিতীয়বার বলেন, কী বলবেন বলেন তো?

সব ধরনের সবজির দাম বেড়েছে। এখন মাছ-মুরগির দামকে ছুঁয়েছে সবজি। কী কিনবো, আর কী কিনবো না, ভাবছি। একশ টাকার নিচে কোনো সবজি নেই। মিষ্টি কুমড়াও এখন ৮০ টাকা। এ যে দাম বেড়েছে আমি কিনতে পারছি না। কিন্তু কেন বেড়েছে কাউকে প্রশ্ন করতে পারবো না। জিজ্ঞেস করলেই হাজারো কথা বলবে। কিন্তু সন্তান-পরিবারের কাছে কোনো কৈফিয়ত চলবে না, ব্যাগ বোঝাই করে নিয়ে যেতেই হবে। বরং মাছের দামটা একটু কম আছে।

দাম বাড়া নিয়ে কথা বলতে দেখে পাশের আরও একজন এগিয়ে এলেন। নাম রইসুদ্দিন। ক্ষুদ্র ব্যবসায়ী। বলেন, দেশে এখন যা ইচ্ছে তাই চলছে। তিনি ব্যাখ্যা করলেন, দেখেন না যে যা ইচ্ছা করছে। গরিব মানুষের এখন যত সমস্যা। আয় দিয়ে আর শাক-সবজিও কেনা যাচ্ছে না। কিন্তু টাকা আসবে কোথায় থেকে। পেঁয়াজ ১১০ থেকে ধরন ভেদে ১১৫ টাকা। ছোট দেশি পেঁয়াজ চোখে পড়েনি।

বেগুন যখন ২০০ টাকার ঘর অতিক্রম করেছে, ব্রয়লার মুরগির দাম ২১০ টাকাতে স্থিত রয়েছে। সোনালি মুরগি ২৮০ টাকা আর লেয়ার ৩০০ টাকা। তবে কোনো কোনো বাজারে একটু বেড়েছে।

চিংড়ির কেজি ৮০০ টাকা, পাবদা ৪০০ টাকা, বাঁশপাতা ৮০০ টাকা, গুড়া মাছ ৬০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকা, বড় শোল মাছ ৯০০, টেংরা ৮০০ টাকা, টাকি ৫০০ টাকা, পোয়া ৪০০ টাকা, মলা ৪০০ টাকা, দেড় কেজি ওজনের রুই ৩০০ টাকা, ছোট রুই ২০০ থেকে টাকা, একই দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ। তবে বড় কাতলা ৪০০ টাকার ওপরে। মৃগেল ৩০০ টাকা, রুপচাঁদা ১০০০ টাকা, বড় বোয়াল ৬৫০ টাকা।

ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে : ড. ইউনূস

রাজধানী ঢাকার আটটি বাজার ঘুরে মাত্র একটিতে মিলেছে মাছের রাজা এক কেজি বা বেশি ওজনের ইলিশ। দাম ১৮০০ টাকা থেকে ২০০০ টাকার ওপরে। ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম বাজার ভেদে ১৪০০ থেকে ১৫০০ টাকা। ছোট ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা। পাঙাস ২০০ টাকা। গরুর মাংস ৭০০ টাক। খাসির মাংস বিক্রি হচ্ছে ১১৫০ টাকায়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় বাজার লাগামহীন সবজির সবজির বাজার
Related Posts
প্রেস সচিব

বাংলাদেশ বীরদের দেশ : প্রেস সচিব

December 23, 2025
Land-s

জমির দলিলে আর এনআইডিতে নামের মিল নেই? জানুন সহজ সমাধান

December 23, 2025
নৌপরিবহণ উপদেষ্টা

মাফিয়াচক্রের কারণে অতীতে লাভ দেখেনি বিএসসি: নৌ উপদেষ্টা

December 23, 2025
Latest News
প্রেস সচিব

বাংলাদেশ বীরদের দেশ : প্রেস সচিব

Land-s

জমির দলিলে আর এনআইডিতে নামের মিল নেই? জানুন সহজ সমাধান

নৌপরিবহণ উপদেষ্টা

মাফিয়াচক্রের কারণে অতীতে লাভ দেখেনি বিএসসি: নৌ উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভোটের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ

Hadi

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

নতুন দায়িত্বে ডিআইজি

নতুন দায়িত্বে ৬ ডিআইজি

gun man

নিরাপত্তা বিবেচনায় ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ রেলওয়ে

বিএনপিকে ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন দেওয়া হয়েছে : রেলপথ উপদেষ্টা

Police

পুলিশ সদর দপ্তরের ৬ ডিআইজি নতুন দায়িত্বে

হাদি হত্যার বিচার

৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার দাবি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.