সবুজ প্রকৃতির মাঝে রোমান্সে মাতলো একজোড়া টিয়া পাখি

পাখি

জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়া নিঃসন্দেহে বর্তমান প্রজন্মের মানুষের কাছে সময় কাটানোর এক অন্যতম মাধ্যম। আর সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিনিয়ত এমন অনেক জিনিসই উঠে আসে যা দেখে প্রতিটি মানুষের মনে ভালোলাগা জন্মায়। বহু মানুষ রয়েছেন যারা নেট দুনিয়াতে নিজেদের প্রতিভা তুলে ধরেন জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে। তবে এক্ষেত্রে কিন্তু মানুষের পাশাপাশি পিছিয়ে নেই বিভিন্ন পশু-পাখিরাও। তারাও নিজেদের বিভিন্নরকমের অঙ্গভঙ্গির মাধ্যমে ভাইরাল হতে চায় সোশ্যাল মাধ্যমে।

পাখি

সম্প্রতি সেরকমই দুটো টিয়াপাখির একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর যা দেখে অবাক হয়ে গিয়েছে প্রতিটি সাইবারবাসী। সাধারণত এর আগে টিয়া পাখিদের কথা বলার বিভিন্ন ভিডিও বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে কথা বলার পাশাপাশি, গান গাইতে এমনকি ব্রেকফাস্ট করতেও দেখা গিয়েছে টিয়া পাখিদের। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখতে পাওয়া গেল এক অন্যরকম দৃশ্য। হুবহু মানুষের মতো টিয়াপাখিরাও যে নাচতে পারে তা সত্যিই প্রশংসনীয়।

Tia pakhi

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি টিয়াপাখি বলিউডের বাদশা শাহরুখ খানের মতো পাখা মেলে তার প্রেমিকা টিয়াকে নিজের ভালোবাসা প্রদান করছে। তারা মানুষের মতো কথা বলতে না পারলেও তাদের অঙ্গভঙ্গি দেখে স্পষ্ট যে তারা একে অপরকে ভালোবাসা বিনিময় করছে। আর ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে চলছে একটি জনপ্রিয় হিন্দি গান। মরশুম যেন তাদেরই এখন। সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরতেই প্রশংসার ঝড় উঠেছে।

৫ এপ্রিল থেকে নতুন সময়ে চলবে মেট্রোরেল

ইতিমধ্যে টিয়া পাখিদের এহেন কর্মকাণ্ডের ভিডিওটির ভিউজ সংখ্যা ছাড়িয়েছে ৯৬ হাজারেরও বেশি। পাশাপাশি ভিডিওটিকে লাইক করে নিজেদের বিভিন্ন রকম মন্তব্য তুলে ধরেছেন ভিডিওটির কমেন্ট বক্সে। সাধারণত এতদিন সবাই জানতো যে টিয়া পাখিরা শুধুমাত্র মানুষের মতো কথা বলতে পারে। তবে এই ভিডিওটি থেকে প্রমাণিত হলো যে তারা শুধু কথা বলতে নয় বরং মানুষের নেয় নাচতেও পারে। আপাতত এই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ঘুরে বেড়াচ্ছে।