বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার দৌলতে নানা প্রতিভা উঠে আসে প্রতিদিন। বিভিন্ন ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষ তার নানা প্রতিভা তুলে ধরে সারা দুনিয়ার সামনে। প্রতিভা থাকলে সাফল্য পাওয়ায় পথ এখন অনেকটাই সুগম। তাই মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা যায় নানা ভিডিও ভাইরাল হতে। বিশেষ করে নাচ করে অনেককে ভাইরাল হতে দেখা যায় এই সোশ্যাল মিডিয়ার পাতায়
সম্প্রতি নাচ করে ভাইরাল হলেন এক যুবতী। লোকসংগীতে দুর্দান্ত নাচ করে ভাইরাল হলেন তিনি। লোকসঙ্গীতের তালে তালে যুবতীর অসাধারন নাচ নজর কেড়েছে নেটপাড়ায়। তাকে গায়ক অরিজিত চক্রবর্তীর গাওয়া গান “বন পাহাড়ি সুরে”তে নাচ করতে দেখা গেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথে বেশ শোরগোল ফেলেছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে যুবতীটি কে দেখা যাচ্ছে সাঁওতালি বেশে। তার পরনে ছিল সাদা রঙের ওপর বিভিন্ন রং এর নকশা করা তাঁতের শাড়ি এবং নীল রঙের ব্লাউজ। তার সাথে মাথায় বাধা একটি খোঁপা ও তাতে ফুল গোজা। তাকে খোলা আকাশের নিচে কখনো সবুজ মাঠে আবার কখনো পুকুরের ধারে নাচ করতে দেখা গেছে। তার অসাধারণ নৃত্যশৈলীর সকলেই প্রশংসা করেছেন।
ভিডিওটি ইউটিউবে “সুর সাধনা কেন্দ্র” নামক ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটি গতকাল শেয়ার করা হয়েছে, আর ইতিমধ্যে ভিডিওটিতে ভিউজ সংখ্যা প্রায় ৬ হাজার ছাড়িয়েছে। যুবতীটির নাম সুস্মিতা। সকলেই তার নাচের বেশ প্রশংসা করেছেন কেউ কেউ কমেন্ট করেছেন, “খুব সুন্দর হয়েছে”, আবার কেউ লিখেছেন “অসাধারণ”। সবমিলিয়ে নেটবাসীর ভিডিওটি বেশ ভালোই লেগেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।