স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি। চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সেই সঙ্গে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডেও শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন বিরাট। এবার শচীনের আরেকটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সময়ের সেরা ব্যাটার।
আজ রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়া শচীনের একটি রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি। যে রেকর্ডে এতোদিনেও ভাগ বসাতে পারেননি কোনো ভারতীয়।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন শচীন। ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত মোট সাতটি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬টি ম্যাচ খেলেছেন শচীন। তাতে দুটি হাফ সেঞ্চুরিতে রান করেছেন ১৯৪।
এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেও শচীনের রেকর্ডে ভাগ বসাতে কিংবা তাকে ছাড়িয়ে যেতে পারেননি কোহলি। যদিও ব্যবধান খুব বেশি নয়। দুই জনের রানের ব্যবধান মাত্র ৩। অর্থাৎ আর মাত্র ৩ রান করলেই ভারতের সর্বকালের সেরা খেলোয়াড়কে ছাড়িয়ে যাবেন কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে দুই হাফ সেঞ্চুরিতে চার ইনিংসে ১৯২ রান করেছেন কোহলি। আজ আর মাত্র ৩ রান করলেই ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিবেন বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।