শচীন কন্যা ও শুভমান গিলের চ্যাট ফাঁস

শচীন কন্যা ও শুভমান গিল

বিনোদন ডেস্ক : শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছেই। এবার গিল ও সারার পুরনো একটি ইনস্টাগ্রাম চ্যাট ফাঁস হলো!

শচীন কন্যা ও শুভমান গিল

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্ক্রিনশট ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সেখানেই ধারণা পাওয়া গেছে তাদের কেমন সম্পর্ক। সেগুলির একটিতে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে শুভমান তার ভক্তদের সঙ্গে কথা বলছেন। সেখানে হঠাৎ যোগ দেন সারা। উত্তেজনা, খুশি নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান শুভমনকে।

আরও একটি স্ক্রিনশটে শুভমনকে নিজের শরীরচর্চার ছবি শেয়ার করে নিতে দেখা গিয়েছিল। যেখানে এক ভক্ত লিখেছিলেন, ‘দারুণ এডিটিং!’ সারা তার উত্তরে লিখেছিলেন, ‘আপনার কি মনে হয় ও নিজে করেছে?’ অনেকেই ধরে নিয়েছিলেন যে, ছবিটিতে নানা রকম কারুকুরির ব্যাপারে সারাই সাহায্য করেছিলেন শুভমানকে।

শচীন কন্যা ও শুভমান গিল

অন্য আরেকটি স্ক্রিনশটে দেখা যায়, শুভমানকে ক্রিকেট ম্যাচের পর সারা অভিনন্দন জানিয়েছেন। তাকে ‘অসংখ্য ধন্যবাদ’ দিয়েছেন শুভমানও। মাঝখানে শুধু ঢুকে পড়েছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। মজা করে লিখেন, ‘সারার তরফে অনেক অনেক স্বাগত।’

নীল ছবির তারকা হতে ছেড়েছেন ব্যাংকের চাকরি, ডিভোর্স দিয়েছেন স্বামীকে

শুভমান সম্প্রতি লন্ডনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে গিয়েছেন। গণমাধ্যম থেকে জানা যায়, সারাও নাকি আছেন সেখানেই।