জুমবাংলা ডেস্ক : একটি শিশুর হাসিতে মজে রয়েছে ইন্টারনেট। হাসিটা সে তার মায়ের জন্য হেসেছে। তবে সেই হাসির পিছনে হালকা দুষ্টুমিও আছে। তাতেই আর চোখ আটকাচ্ছে সবার। ফলে ভিডিওটি ইতিমধ্যেই ২ কোটি ৭৩ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে।
বাপ-বেটির খুনসুটি চলছিল। তার মধ্যেই হঠাৎ ঢুকে পড়েন মা। বকুনি জুটতে পারে বুঝে মায়ের মন ভোলানোর চেষ্টা করে মেয়ে। মিষ্টি হাসির অস্ত্রে ঘায়েল করার সেই আপ্রাণ চেষ্টাই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
আসলে মাকে লুকিয়ে মেয়েকে ললিপপ দিচ্ছিলেন বাবা। এদিকে মেয়ের শোয়ার সময় হয়েছে। তা বলতেই দরজা খুলে ঘরে ঢোকেন মা। তাঁকে দেখেই চাদরের নীচে ললিপপ চাপা দিয়ে দেয় বাবা আর মেয়ে। মায়ের দিকে তাকিয়ে তার পরেই হেসে দেয় শিশুটি। একেবারে ‘ভুবন ভোলানো হাসি’!
ভিডিওয় ঠিক এই জায়গাতেই মাকে বলতে দেখা যায়, ‘এই হাসি দিয়েই প্রত্যেকবার পার পেয়ে যায় ও।’
ভিডিওটি পোস্ট করেছেন, লেনি চুরসো নামে এক মহিলা। তিনি নিয়মিত ইনস্টাগ্রামে রিল বানিয়ে পোস্ট করেন। তবে এই ভিডিওটি তিনি গত ২৬ অগস্ট পোস্ট করেছিলেন। আচমকাই সেটি ভাইরাল হয়ে গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।