আন্তর্জাতিক ডেস্ক : ‘টেক ব্রোস’ বা প্রযুক্তির বড় ভাইরা (মালিক) বিশেষ করে সোশ্যাল মিডিয়া জায়ান্টরা (মার্ক জাকারবার্গ ও ইলন মাস্ক) সবচেয়ে বড় স্বৈরাচার। শান্তিতে নোবেল জয়ী মারিয়া রেসা এই মন্তব্য করেছেন। তিনি ২০২১ সালে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করার জন্য শান্তিতে নোবেল জিতেছিলেন।
মার্কিন-ফিলিপিনো এই সাংবাদিক ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক রদ্রিগো দুতার্তের আমলে বহু ঝক্কি সয়েছেন। তারপরও রেসার মতে, ‘মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের সাথে তুলনা করলে দুতার্তে খুব ছোটো স্বৈরশাসক।’
ওয়েলসের একটি অনুষ্ঠানে রেসা বলেন, জাকারবার্গ ও মাস্ক ‘প্রমাণ করেছেন যে আমরা সকলেই, সংস্কৃতি, ভাষা বা ভূগোল নির্বিশেষে আমাদের মধ্যে পার্থক্যের চেয়ে অনেক বেশি মিল রয়েছে, কারণ আমাদের সকলকে একইভাবে পরিচালনা করা হচ্ছে।’
রেসার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের অনুভূতির বাঁক বদলে দিতে পারে। আর এটা আমাদের দেখা ও কাজের ধরনও বদলে দেয়।
এসময় সন্তানদের পর্যাপ্ত বয়স (বোঝা শোনায় স্বতন্ত্রতা লাভ না করলে) না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা থেকে বিরত রাখার পরামর্শও দিয়েছেন রেসা। তার মতে এটা আসক্তিকর।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel