সোশাল মিডিয়াতে কখন পোস্ট দেওয়া উচিত অর্থাৎ সেরা সময়টা কখন, তা নিয়ে গবেষণা পরিচালনা করা হয়। এ গবেষণার বিষয়বস্তু আজ আলোচনা করা হবে।
সোশাল মিডিয়ায় পোস্ট করার আদর্শ সময় কখন এটা বলা কঠিন। কারণ বিশ্বের সব মানুষ পরিবর্তনশীল রুটিন মেনে চলে। গতবছর সোশাল মিডিয়ায় পোস্ট দেওয়ার সঠিক সময় যেটা ছিলো এ বছর সেটা আর সঠিক মনে নাও হতে পারে। যারা সোশাল মিডিয়ায় মার্কেটিং এর কাজ করে তারা যেন অধিক সংখ্যক টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে এজন্য সময়ের বিষয়ে তারা সচেতন থাকে।
স্প্রাউট সোশ্যাল ৩০ হাজার গ্রাহকদের কাছ তথ্য সংগ্রহ করে এ গবেষণা পরিচালনা করেন। জনপ্রিয় সব ধরনের সোশাল প্ল্যাটফর্ম তাদের গবেষণায় অন্তর্ভুক্ত ছিলো। এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য বর্তমানে আপডেট করা সেরা সময়ের দিকে নজর দেওয়া যাক।
সামগ্রিকভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সেরা সময় হচ্ছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা বা সকাল ১০টার মধ্যে। এ সময়ে মিডিয়ায় মানুষ বেশি ব্যস্ত থাকে।
ফেসবুকে পোস্ট করার সেরা সময়
ফেসবুকে ব্যস্ততা গত বছর সকাল থেকে দুপুরে স্থানান্তরিত হয়েছে। ফেসবুকে পোস্ট করার সেরা সময় হল সোমবার থেকে শুক্রবার দুপুর ১টায়। পরবর্তী উত্তম সময় হচ্ছে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা। তবে শনিবার ফেসবুকে পোস্ট না দেওয়াই ভালো।
ইনস্টাগ্রামে পোস্ট করার সেরা সময়
ইন্ট্রাগ্রামের জনপ্রিয়তা ২০২০ ও ২০২১ সালে লাফিয়ে লাফিয়ে বাড়ে। ২০২২ সালে মাসিক ২ বিলিয়ন মানুষ এটি ব্যবহার করে। আগের বছরের তুলনায় ইন্সট্রাগ্রামের ব্যস্ততা অনেক বেড়েছে।
ইনস্টাগ্রামে পোস্ট করার সেরা সময়গুলি চিহ্নিত করা হয়েছে সোমবার সকাল ১১টায়, মঙ্গলবার এবং বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। বৃহস্পতিবার এবং শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা।
টুইটারে পোস্ট করার সেরা সময়
টুইটারে পোস্ট করার সেরা সময় গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। সকাল ও দুপুরের দিকে ব্যস্ততা অনেক বৃদ্ধি পায়। টুইটারে পোস্ট দেওয়ার উত্তম সময় সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার এবং শনিবার সকাল ৯ টা হিসাবে চিহ্নিত করা হয়। রোববারে কোন পোস্ট না দেওয়া উত্তম।
লিঙ্কডিনে পোস্ট করার সেরা সময়
ছুটির দিন ব্যতীত প্রত্যেকদিন লিঙ্কডিনে ব্যস্ততা বেশি থাকে। প্রতি বছরেই লিঙ্কডিনে নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছে।
লিঙ্কডিনে -এ পোস্ট করার সর্বোত্তম সময় হল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত। লিঙ্কডিনে পোস্ট করার সেরা দিন হল বুধবার এবং বৃহস্পতিবার। লিঙ্কডিনে পোস্ট না করা উত্তম হবে শনিবার এবং রবিবার।
এই তথ্যের পুনরাবৃত্তি সোশ্যাল মিডিয়াতে সাফল্যের জন্য একটি গ্যারান্টিযুক্ত গাইড নয়। আপনার শ্রোতা এবং কুলুঙ্গির উপর নির্ভর করে পোস্ট করার জন্য আপনার সেরা সময়গুলি এই গবেষণায় যা আছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। শিল্প অধ্যয়নে সুপারিশকৃত কোনো অনুশীলন গ্রহণ করার আগে সর্বদা আপনার নিজের পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।
আপনার সেরা সময় যা হবে তা এ গবেষণা হতে প্রাপ্ত ফলাফল হতে ভিন্ন হতে পারে। তাই আপনার নিজের একটু পরীক্ষা করে নেওয়া উত্তম। গ্রাহক বিভিন্ন সময়ে সোশাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারে। কাজেই এখানে নির্দিষ্ট কৌশল নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।