বিনোদন ডেস্ক : পাইরেসির শিকার মোশাররফ করিম অভিনীত দ্বিতীয় ভারতীয় সিনেমা ‘হুব্বা’। ফেসবুকের বেশ কিছু পেজ, ইউটিউব এবং ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে সিনেমাটির পাইরেটেড কপি। এছাড়া ফেসবুকের বিভিন্ন গ্রুপে চলছে সিনেমাটির এইচডি লিঙ্ক নিয়ে নানা পোস্ট।
গত ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে একসঙ্গে মুক্তি পায় ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’। তিন দিন না যেতেই অনলাইনের বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়ে গেল সিনেমাটির পাইরেটেড কপি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশে ‘হুব্বা’র আমদানিকারক আব্দুল আজিজ।
জাজ মাল্টিমিডিয়ার এই কর্ণধার জানিয়েছেন, ‘বাংলাদেশ ও ভারতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে বেশকিছু সাইট থেকে সিনেমাটি নামানো হয়েছে। আশা করি, দ্রুতই সব জায়গা থেকে পাইরেটেড কপি নামানো হবে। আমাদের টিম কাজ করছে।’
পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে ব্রাত্য বসু নির্মাণ করেছেন ‘হুব্বা’। সেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। গত ১৯ জানুয়ারি বাংলাদেশের ৬৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এরই মধ্যে দুই বাংলা থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে সেটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।