সোশ্যাল মিডিয়ায় 1K অথবা 2K রিঅ্যাকশন দেখা যায়, এই K-এর অর্থ কী

স্যোশাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মিটার হলো দূরত্বের একক। তেমনি ভরের একক কেজি। জানেন তো, কেজিকে কিভাবে লেখা হয়? লেখা হয়—1kg। এর মানে যদিও সবার জানা, তবু আরেকবার মনে করিয়ে দিই।

স্যোশাল মিডিয়া

1kg-এর পূর্ণ রূপ হলো এক কিলোগ্রাম। তেমনি 1km মানে হলো এক কিলোমিটার। এক কিলোগ্রামের অর্থ হলো ১ হাজার গ্রাম। তেমনি এক কিলোমিটারের অর্থ এক হাজার মিটার। গ্রিক শব্দ কিলো (Kilo) মানে হলো এক হাজার।

সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্টের রিঅ্যাকশনসংখ্যা এক হাজার হলে সেটাকে দেখানো হয় 1k রিঅ্যাকশন হিসেবে। ভিডিওর ভিউয়ের ক্ষেত্রে সেটা হয় 1k ভিউ। তেমনি দুই হাজার রিঅ্যাকশন বা ভিউ হলে 2k, তিন হাজার হলে 3k, চার হাজার হলে 4k… ইত্যাদি।

কিন্তু এটাকে দশমিকেও দেখানো হয়। সেটা কিভাবে হয়?

সহজ হিসাব। রিঅ্যাকশন বা ভিউ এক হাজারের বেশি হলে সেই সংখ্যাটিকে এক হাজার দিয়ে ভাগ করা হয়। তখন দশমিক এসে পড়তে পারে। ধরা যাক, একটা ভিডিওর ভিউ ৩৪০০ এবং রিঅ্যাকশন ১২০০।

তখন এক হাজার দিয়ে ভাগ করলে দাঁড়াবে 3.4K ভিউ এবং 1.2k। দশমিকের পর একটা সংখ্যাই শুধু দেখানো হয়। তাই প্রতি ১০০টা লাইক বা ভিউয়ের পরই শুধু দশমিকের পর সংখ্যাটা বাড়বে, তার আগে নয়। ধরা যাক, ভিডিওর ভিউ ৩৪৪৫ এবং রিঅ্যাকশন ১২৮৭। কিন্তু তখনো 3.4K ভিউ এবং 1.2k দেখানো হবে। ভিউ ৩৫০০-এর ঘর স্পর্শ করার আগ পর্যন্ত ৩.৫ k লেখা হবে না। রিঅ্যাকশনের ক্ষেত্রেও একই ব্যাপার।

সোশ্যাল মিডিয়ায় গ্রুপ ও পেজের ক্ষেত্রেও মেম্বার ও ফলোয়ারের সংখ্যা, এমনকি পোস্টের রিচের সংখ্যায়ও একইভাবে লেখা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

যখন ভিউ, রিঅ্যাকশন, ফলোয়ার, মেম্বার কিংবা রিচ ১০ লাখের ওপরে ওঠে, তখন সেটাকে K বা M লেখা হয়। 1M ভিউ মানে এক মিলিয়ন বা দশ লাখ ভিউ। K বা M দিয়ে এসব হিসাব দেখানোর কারণ আছে। এটা হলো অনেক বড় সংখ্যাকে অল্প জায়গায় আঁটিয়ে দেওয়ার স্মার্ট পদ্ধতি।