বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি মহাকাশে সুপার সেলফি তুলে পাঠিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-১। ছবিতে নিজের শরীরের বিভিন্ন অংশ দেখিয়েছে সৌরযানটি। সেইসঙ্গে পৃথিবী এবং চাঁদের ছবিও তুলে পাঠিয়েছে।
চাঁদে সফলভাবে অবতরণের মাত্র দুই সপ্তাহ পর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের প্রথম সৌর মিশন ‘আদিত্য এল-১’ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করে। মহাকাশযানটির লক্ষ্য সৌরবায়ু ও পৃথিবীতে তাদের প্রভাব অধ্যয়ন করা।
এরই মধ্যে প্রাথমিকভাবে নিজের পরীক্ষাগুলোতে সাবলীল ভাবে উত্তীর্ণ হয়েছে এই স্যাটেলাইট। এই আবহে কয়েকদিনের বিরতির পর আজ গভীর রাতে ফের একবার পরীক্ষায় বসবে আদিত্য এল১।
উৎক্ষেপণের পর প্রথম দু’বার অনায়াসে কক্ষপথ পরিবর্তনে সফল হয়েছিল আদিত্য এল-১। এর আগে গত ৫ সেপ্টেম্বর, দ্বিতীয়বার কক্ষপথ পরিবর্তন করেছিল সৌরযান আদিত্য। সেদিন ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর পক্ষে জানানো হয়েছিল, আপাতত সৌরযানটির অবস্থা স্বাভাবিক রয়েছে। সব যন্ত্রাংশ ঠিকঠাক আছে। সঙ্গে এও জানানো হয়েছিল, ধাপে ধাপে পৃথিবীর থেকে আরও দূরে চলে যাচ্ছে এই সৌরযান।
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আদিত্য এল-১ এর পাঠানো ভিডিও প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ক্যাপশনে ইসরো লিখেছে, পৃথিবী ও চাঁদের সঙ্গে সেলফি তুলেছে আদিত্য এল-১।
একবার চার্জ দিলেই চলবে কয়েক সপ্তাহ, নতুন ফিচার ফোন আনলো নোকিয়া
সৌরযানটির পুরো পথ পাড়ি দিতে চার মাস সময় লাগবে বলে জানিয়েছে ইসরো। ১২৫ দিনের যাত্রা শেষে পৃথিবী থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার যাওয়ার পরে ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টের চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপিত হবে আদিত্য এল ১। সূর্য নিয়ে গবেষণায় এটিই ভারতের ইসরোর প্রথম অভিযান। সূর্যকে নিয়ে গবেষণায় এ মিশনের নাম দেয়া হয়েছে সুরিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।