জুমবাংলা ডেস্ক : পতিত জমিতে লেবু চাষ করে মাসে প্রায় ৭০ হাজার টাকা আয় করছেন নড়াইল সদর উপজেলার পানতিতা গ্রামের সুজন কুমার বর্মন। নানা রকম বাঁধাকে পিছনে ফেলে আজ সফলতা পেয়েছেন তিনি। তার লেবু বাগানে বেকার মানুষদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সুজন কুমার বর্মনের দেখে অনেকেই লেবু চাষে ঝুঁকছেন।
জানা যায়, ঢাকা ব্যবসা করার সময় মাথায় হঠাৎ করে পতিত জমিতে কোন কিছু চাষ করার বিষয়টি আসে। পরবর্তীতে ১ একর জমিতে চায়না থ্রি ও সিডলেস এলাচি জাতের ৬০০ কলম চারা গাছ প্রতিটি ৫০ টাকা দরে এনে রোপণ করলেন। বর্তমানে বছরে প্রতিটি গাছে ১০০০ থেকে ১৫০০ লেবু ধরে থাকে।
সুজন কুমান বর্মন বলেন, লেবু-বাগানের বাড়তি কোনো যত্নের প্রয়োজন হয় না। সার-ওষুধেরও ঝামেলা নাই। বিক্রি করতেও বেশি ঝামেলা হয় না। পরিপক্ব হলে প্রতিটি লেবু ৩ থেকে ৪ টাকা দরে পাইকাররা জমি থেকেই কিনে নেন। সময়ভেদে প্রতিটি লেবু ৩ থেকে ১০ টাকা দরেও বিক্রি করি পাইকারদের কাছে। প্রতি সপ্তাহে নড়াইল সদর হাটে ২বার ও তুলারামপুর হাটে ২বার আমি লেবু বিক্রয় করি। দুই হাটে প্রতি সপ্তাহে প্রায় ৮ হাজার লেবু বিক্রয় হয়। সে হিসাবে মাসে ৩২ হাজার লেবু বিক্রি হয়। ৩ টাকা করে ধরলে ৯৬ হাজার টাকার লেবু বিক্রয় হয়। খরচ বাদ দিলে মাসে আয় ৭০ হাজার টাকা। বছরে প্রায় ৮ কোটি টাকা।
তিনি আরও বলেন, ১২ মাসই লেবুর ফলন পাওয়া যায়। স্থানীয় পাইকারদের পাশাপাশি ঢাকা থেকে পাইকাররা এসে নিয়া যায়। লেবু বিক্রয়ের পাশাপাশি প্রতিটি গাছ থেকে ২০টা করে কলম চারা গাছ বিক্রয় সম্ভব। প্রতিটি চারা গাছ ৮০ টাকা করে বিক্রয় হয়। যা একসঙ্গে বড় অঙ্কের টাকা। এটা অত্যন্ত লাভজনক।
পাইকারি বিক্রেতা অজিত বিশ্বাস বলেন, সুজন দাদার লেবু বাগান থেকে আমি সপ্তাহে ২ থেকে ৩ হাজার লেবু কিনে নিয়া যাই। লেবুর চাহিদা বেশি হওয়ায় আমরাও লেবু বিক্রি করে বেশ লাভ পাই।
উদ্যোক্তা সজুনের বাগানে কাজ করে উৎস বর্মন বলেন, আমি স্কুলে পড়ি। পড়াশোনার ফাঁকে লেবু-বাগানে কাজ করি। এখান থেকে কাজ করে যে টাকা পাই, তা দিয়া হাতখরচ ও পড়াশোনার খরচ হয়ে যায়।
সালমান খানকে হত্যা করতে বাড়ির সামনে শার্পশ্যুটার, অল্পের জন্য প্রাণে রক্ষা
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ভিটামিন ‘সি’-এর অন্যতম উৎস হিসেবে সবার পরিচিত লেবু জাতীয় ফসলের চাষ নড়াইলে দিন দিন সম্প্রসারিত হচ্ছে। কারণ খুব অল্প খরচে, অল্প পরিশ্রমে, অল্প জমিতে কৃষক লেবু জাতীয় ফসল চাষ করে লাভবান হওয়ার সুযোগ আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।