বিনোদন ডেস্ক : চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি আশিষ রায় চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। একইসঙ্গে এই মামলা ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে গেল ৬ই ফেব্রুয়ারি সোহেল চৌধুরী হত্যা মামলার বিচার ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। একইসঙ্গে এই সময় পর্যন্ত আসামি আশিষ রায় চৌধুরীর জামিন স্থগিত করা হয়েছিল।বেঁধে দেওয়া সময়ের মধ্যে মামলার বিচারকাজ শেষ না হওয়ার ব্যাখ্যায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জানিয়েছেন, ২৫ বছর আগের মামলা হওয়ায় প্রসিকিউশন সাক্ষী হাজির করতে পারছেন না। এক্ষেত্রে প্রসিকিশনের ব্যর্থতা রয়েছে।
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাত ৩টার দিকে বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। যার মামলা নম্বর ৫৯। ওই মামলার চার্জশিটভুক্ত আসামি আশীষকে গুলশানের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করে র্যাব।
পরে ১৯৯৯ সালের ৩০ জুলাই আজিজ মোহাম্মদ ভাইসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠন করে।
গত ২৪ মার্চ এ মামলায় আদালতে হাজিরা দেন আসামি ফারুক আব্বাসী। কারাগারে থাকা আসামি তারিক সাঈদ মামুনকেও আদালতে হাজির করা হয়। পলাতক রয়েছেন আসামি আজিজ মোহাম্মদ ভাই, সানজিদুল হাসান, সেলিম খান ও হারুন অর রশিদ।
২৪ বছর পর মঙ্গলবার গুলশানের নিজ বাসা থেকে আসামি আশিষ রায় চৌধুরীকে গ্রেপ্তার করে র্যাব। সংস্থাটি জানায়, ২৭ মার্চ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই আত্মগোপনে চলে যান তিনি।
৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ছিলেন সোহেল চৌধুরী। ১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।