বিনোদন ডেস্ক : মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শনিবার দুপুর থেকেই শহীদ মিনারে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। এর আধঘণ্টা পর একটি ছবি পোস্ট করে আন্দোলনের সঙ্গে মৌন সম্মতি জানালেন ঢালিউড তারকা শাকিব খান।
ছবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রতিবাদী হাজারো মানুষকে দেখা যাচ্ছে। ওই পোস্টে বাংলাদেশের পতাকার একটি স্টিকারও যোগ করেছেন এই অভিনেতা।
এর আগে ১৭ জুলাই ফেসবুকে একটি পোস্টে আন্দোলনে ঘটে যাওয়া সহিংসতার কথা উল্লেখ করে শাকিব লিখেছিলেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। ’
শিক্ষার্থীদের রক্ষা করতে একতাবদ্ধ হয়েছেন শিক্ষকরা : প্রধানমন্ত্রী
অভিভাবকদের অনুরোধ জানিয়ে শাকিব খান লেখেন, ‘আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।