বিনোদন ডেস্ক : সোহিনী-শোভনকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে তুমুল বির্তকের মুখে পড়েন রণজয় বিষ্ণু। অভিনেতার নামে প্রাক্তন প্রেমিকাদের এটিএম কার্ড হিসাবে ব্যবহার করার অভিযোগও আসে। প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহঠাকুরতা নাম উল্লেখ না করে একটি পোস্টে বেশ কিছু কথা লেখেন। রিয়্যাক্ট করে যেটিকে সমর্থন করতে দেখা যায় সোহিনী সরকারকে। আরও এক প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কা মন্ডলও একই কথা বলেন। এবার রণজয়কে আইনি নোটিশ পাঠালেন সোহিনী সরকার। তিনি একাই নন, নোটিশ পাঠিয়েছেন সায়ন্তনীও।
তার নামে সায়ন্তনী একগুচ্ছ অভিযোগ আনার পরেই রণজয় বলেন, বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহত। আমরা পরিবার হিসেবে প্রস্তুত ছিলাম না এরকম অনভিপ্রেত কিছু ঘটনার জন্য। যে ঘটনাগুলোতে আমার ও আমার পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত। আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত। যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা ও বক্তব্য পাব্লিক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারনা করে বর্তমান সময়ে গুরুত্ব পাওয়ার করুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি পূর্ণ সমবেদনা রইল।
রণজয় আরও বলেন, আমি জানি স্যোশাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর সম্ভব নয়, কারণ আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো ক্রিমিনাল অফেন্স এবং কথাগুলো যদি সত্যি হয় আমি ক্রাইমের সাথে যুক্ত। তাই এই সব মিথ্যা কথার উত্তর আমি আইনি পথেই দেব এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইন দেবে। আমি এবং আমার পরিবারের মর্যাদা যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ আর ক্ষুদ্র প্রচারের লোভে ক্ষুণ্ণ করলেন তাদের মানসিক সুস্থতা কামনা করি।
যদিও রণজয় বলেছিলেন যে তিনি দুই প্রাক্তনকে আইনি নোটিশ পাঠাবেন কিন্তু জানা যাচ্ছে এক সপ্তাহ আগে সোহিনী ও সায়ন্তনীর পাঠানো আইনি নোটিশ পেয়েছেন রণজয়। তারপর থেকে দুই পক্ষের আইনজীবী বিষয়টি দেখছেন। যদিও এই বিষয়ে একেবারেই কিছু বলতে চাননি তিনজনের কেউই।
এক সময় সোহিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রণজয় বিঞ্চু। সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে সম্প্রতি গায়ক শোভন গাঙ্গুলিকে বিয়ে করেন সোহিনী। সেই সময় নানা সংবাদমাধ্যমে সোহিনীকে শুভেচ্ছা জানানোর পরেই তার সম্পর্কে নানান কথা লেখেন রণজয়ের আরেক প্রাক্তন সায়ন্তনী। এছাড়াও ঘনিষ্ঠদের কাছে সোহিনীর দুর্নাম ছড়ানোরও চেষ্টা করে বলেন শোনা যায়। সোশ্যাল মিডিয়ার সেই তরজাই এবার আদালতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।