বিনোদন ডেস্ক : দীর্ঘ দিন ধরেই টালিউডে চর্চা চলছে জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলির প্রেম নিয়ে। এই দুই তারকাকে মাঝে মাঝেই একসঙ্গে দেখা গেলেও সম্পর্ক নিয়ে দুজনের মুখেই কুলুপ আঁটা।
এদিকে সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সোহিনী। এ ছাড়া স্টোরিতেও বেশ কিছু ছবি শেয়ার করেন অভিনেত্রী।
সোহিনীর পোস্ট করা স্টোরিতে দেখা যায়, বন্ধুর বিয়ের বেশ কিছু ছবি। এ ছাড়া গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সোহিনীর দুটি ছবি। আর বন্ধুর বিয়েতে গিয়ে শোভনের সঙ্গে নিজের ছবি পোস্ট করে দুজনের প্রেমের জল্পনাকে উস্কে দিলেন অভিনেত্রী।
ইদানীং জন্মদিন থেকে শুরু করে পূজা কিংবা যেকোনো উৎসবে একসঙ্গে দেখা যায় শোভন-সোহিনীকে। শোভনের সঙ্গে যে সম্পর্ক ভেঙেছে অভিনেত্রী স্বস্তিকা দত্তর, সেই খবর ইতোমধ্যেই সবার জানা। অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গেও সম্পর্ক ভেঙেছে সোহিনীর। এখন টালিউডে নতুন প্রেমের গুঞ্জন শোভন-সোহিনীকে ঘিরে।
কিছুদিন আগেই নিজের জন্মদিন পালন করতে বন্ধুবান্ধবের সঙ্গে সমুদ্রপাড়ে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেই তালিকায় ছিলেন শোভনও। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেই জানা যায় সে কথা। এ ছাড়া দীপাবলিও একসাথে উদ্যাপন করেছেন এ তারকা যুগল। সে কথা জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় তাদের শেয়ার করা ছবি দেখে। যদিও প্রেম নিয়ে ঘুণাক্ষরেও কিছু বলতে নারাজ দুজনেই।
সোহিনীর নতুন ছবি দেখে নেটিজেনরা ধারণা করছেন প্রেমে খানিক সিলমোহরই দিলেন নাকি সোহিনী সরকার।
বন্ধুর বিয়েতে শ্যাওলা রঙা শাড়িতে সেজেছিলেন সোহিনী। সঙ্গে খয়েড়ি ব্লাউজ। মানানসই গয়না আর খোঁপায় চোখ ফেরানো দায় তার থেকে। কালো পাঞ্জাবিতে শোভনও দেখাচ্ছিলেন বেশ। দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই নেটবাসীদের শুভেচ্ছার বন্যা। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন দুজনের প্রেম নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।