বিনোদন ডেস্ক : টালিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের একজন সোহিনী সরকার। তবে আসছে নতুন বছরে নিজেকে আরও একধাপ এগিয়ে দেখতে যেন বিভোর রয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এমনই বার্তা দিয়েছেন তিনি।
একের পর এক ছবিতে সাবলীল অভিনয়, রূপের স্নিগ্ধতা, মিষ্টি হাসি দিয়ে দর্শকদের পছন্দের তালিকায় প্রথমেই থাকেন। ছবি, ওয়েব সিরিজে সমানতালে এবং সমান দক্ষতায় কাজ করে চলেছেন।
সোহিনী প্রায়ই নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেটবাসীদের ঘুম ওড়ান। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বোল্ড এন্ড ডাস্ট লুকে নতুন ফটোশ্যুটের কিছু মুহুর্ত শেয়ার করেছেন এই অভিনেত্রী।
বোল্ড এন্ড ডাস্ট লুকের এসব ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মগন’। যে শব্দের অর্থ মগ্ন বা বিভোর। এমন ছবি ফেসবুকে শেয়ার করার পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। সোহিনীর নতুন এ লুক এরই মধ্যে অনেক ভক্তদের ঘুম কেড়েও নিয়েছে। কমেন্ট বক্সে এমনই বার্তা লিখেছেন সোহিনী ভক্তরা।
কেমন ছিল সোহিনীর সাজ? পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সাদা অফ শোল্ডারের সঙ্গে রূপোর জাঙ্ক জুয়েলারিতে সোহিনী গায়ের চাপা রঙ যেন ঝলসে উঠছে! সঙ্গে সামনের দিনগুলো নিয়ে বিভোর হয়ে থাকা চোখের চাউনি যেন হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের।
এই মুহুর্তে কাজ নিয়ে বেশ ব্যস্ত সোহিনী। সম্প্রতি মুক্তি পেয়েছে সুমন ঘোষের ছবি ‘কাবুলিওয়ালা’। যেই ছবিতে ছোট্ট মিনির মা স্নেহলতার চরিত্রে অভিনয় করেছেন তিনি। বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়।
এই ছবিতে অভিনেত্রীর সবচেয়ে বড় পাওনা মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা। আর সুমন ঘোষের মতো পরিচালকের সঙ্গে কাজ করা যে আশীর্বাদের মতো তা কদিন আগেই পোস্ট করে জানিয়েছিলেন অভিনেত্রী।
কাজের পাশাপাশি নতুন প্রেমেও বেশ ডুবে সোহিনী। অভিনেতা রণজয়ের সঙ্গে বিচ্ছেদের পর গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এক্কেবারে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে প্রেম কী আর লুকিয়ে থাকে! সোহিনী-শোভনের সোশ্যাল হ্যান্ডেল দেখলেই বেশ বোঝা যায় দুজনের প্রেমের গভীরতা।
ছবির কাজের পাশাপাশি ওয়েব সিরিজের কাজও হাতে রয়েছে সোহিনীর। তাই সবমিলিয়ে চলতি বছরকে বেশ ব্যস্ততাতেই বিদায় দিয়ে নতুন বছরের শুভক্ষণের আশায় যেন মগ্নই রয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।