সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২৬

sohrawardi

জুমবাংলা ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভাম্যমাণ আদালত।

sohrawardi

রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যৌথবাহিনীর অভিযানে প্রায় ৪০ জনকে আটক করা হয়। পরে রাত ১০টা পর্যন্ত উদ্যানে ভাম্যমাণ আদালতে বসিয়ে ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ভাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক সাহা। শাহবাগ থানা পুলিশ, সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথ এই অভিযানে অংশ নেয়।

এ বিষয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক সাহা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অভিযোগে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালানো হয়। এসময় মাদক সংশ্লিষ্টটার অভিযোগ প্রমাণিত হওয়ার ২৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও কয়েক জনকে সংশোধনের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন আবহওয়ার পূর্বাভাস মডেল আনছে গুগল

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দিন-রাত মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে। এমনকি মাদক সংশ্লিষ্টতা নিয়ে প্রায় সময় মারামারির ঘটনাও ঘটছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিভিন্ন বয়সের মানুষ এখানে এসে মাদক সেবন করছে। বিশেষ করে কিশোর ও নারীরা এখানে মাদক সেবন করছে। এতে করে উদ্যানে ঘুরতে আসা জনসাধারণ নানা ভোগান্তিতে পড়ছে।

আগেও বিভিন্ন সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।’