স্বৈরাচার আসাদের পতনের পর দামেস্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ উৎসব

damesk

আন্তর্জাতিক ডেস্ক : স্বৈরাচার বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে আজ। আল জাজিরার খবরে বলা হয়েছে, রাজধানীর দামেস্ক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ বিরাজ করছে। অন্তর্বর্তী সরকার স্কুল ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান পুনরায় চালু করার ঘোষণা দেওয়ার পর উৎসবমুখর পরিবেশে হাজারো শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হয়েছে।

damesk

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ওমর নুরেদ্দিন বলেন, আমরা দেখছি ক্যাম্পাসে সব শ্রেণি-পেশার শিক্ষার্থীর ভিড়। ৫০ বছরের স্বৈরশাসনের অবসানের পর আজ যেন আলো দেখতে পাচ্ছি। আমরা পুরো ক্যাম্পাসজুড়ে আনন্দ করছি।

তিনি আরও বলেন, আমরা সবাই স্বপ্ন দেখতাম এই শাসন থেকে মুক্তির। কিন্তু কখনো কল্পনাও করিনি যে, এটা মাত্র কয়েক দিনের মধ্যে সম্ভব হবে। আগে আমি সবসময় ভাবতাম, সুযোগ পেলেই দেশ ছেড়ে চলে যাব। কিন্তু এখন পুরোপুরি উল্টো অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে, নিজ দেশে থেকেই দেশের পুনর্গঠনে কাজ করব।

অন্য এক শিক্ষার্থী ফাতিমা সুলেইমান বলেন, আমি আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার সুযোগকে স্বাগত জানাই। আমি এখন আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারব, যেখানে কোনো প্রভাব-প্রতিপত্তি বা স্বজনপ্রীতি থাকবে না। আমি এখন নিজের মতামত প্রকাশ করতে পারব।

‘বুদ্ধিজীবীরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, তারা জাতি ও রাষ্ট্রের সম্পদ’

তিনি আরও যোগ করেন, অনেক প্রবাসী সিরীয় নাগরিক দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন। সিরিয়া আবার ঘুরে দাঁড়াচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে সবার মনে কিছু উদ্বেগ রয়েছে, তবে আমরা সেরাটার প্রত্যাশা করছি।

স্বৈরশাসনের দীর্ঘকালীন অন্ধকার শেষে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন নতুন সম্ভাবনা আর উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে জ্বলজ্বল করছে। শিক্ষার্থীরা একত্রিত হয়ে নতুন অধ্যায় শুরু করার জন্য উদগ্রীব।