আন্তর্জাতিক ডেস্ক : শৈত্যপ্রবাহের কারণে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরব বর্তমানে এক অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। গতকাল রোববার থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহে সৌদির ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার আয়তনের অধিকাংশ স্থানে তাপমাত্রা শূন্যের নিচে, অর্থাৎ মাইনাস ৩ ডিগ্রিতে নেমে গেছে।
এই শৈত্যপ্রবাহের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতে মাটির ওপর বোতল থেকে পানি ঢালা হচ্ছে এবং সেটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বরফ হয়ে যাচ্ছে। সৌদি আরবের আল জৌফ প্রদেশের তাবারজাল জেলায় এই ঘটনা ঘটছে, যা ইতিহাসে প্রথমবারের মতো ঘটছে বলে জানানো হয়েছে।
সৌদি আরবের আবহাওয়া দপ্তর, ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি, তাদের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে যে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে আসা শীতল বায়ুর প্রভাবে এই শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়েছে। সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে, এবং রাজধানী রিয়াদের তাপমাত্রা আরও কমে ৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।
এছাড়া, তাবুক, আল জৌফ, হাইল এবং উত্তর সীমান্ত প্রদেশের তাপমাত্রা শূন্য থেকে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে সৌদির আবহাওয়া দপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।