সারা দেশের ৪৪টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আর এর মাঝেই এলো সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার খবর। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সতর্কসংকেত দেয়নি আবহাওয়া অফিস।

বুধবার (৭ জানুয়ারি) এক সতর্কবার্তায় নিম্নচাপ সৃষ্টি হওয়ার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুপুর ১২টায় ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


