বিনোদন ডেস্ক : সামনে ঈদ। এই ঈদ মানেই তো বাড়ি ফেরা। মায়ের কাছে ফেরা। হৈ-হুল্লোড়, আড্ডা আর মজা মাস্তিতে বন্ধুদের সঙ্গে সময় কাটানো। এই অনুভূতি কেবল নিজের নয়, সবার। সে দলে থাকেন তারকারাও। তাদের বাড়ি ফেরা, ঈদ উচ্ছ্বাস কেমন হয় সেটা নিয়েও ভক্তদের কৌতুহল থাকে। অভিনেত্রী পূর্ণিমা জানালেন, বাড়ি ফেরার আনন্দ তো দারুন। সে আনন্দ তো ভাষায় প্রকাশযোগ্য নয়।
দিলারা হানিফ পূর্ণিমার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। তবে বেড়ে উঠেছেন ঢাকায়। এখন নানা ব্যস্ততায় বাড়িতে যাওয়া না হলেও শৈশবের দিনগুলোতে সুযোগ হলেই ছুটে যেতেন চট্টগ্রামে। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেন।
ঈদ স্মৃতি নিয়ে পূর্ণিমা বলেন, ‘ঈদের আনন্দ ছোটদের জন্যই। শৈশবের ঈদের স্মৃতি আমার চোখে সব সময় জ্বলজ্বল করে। ঈদের চাঁদ দেখার জন্য ছাদে উঠে আকাশ পানে তাকিয়ে থাকতাম। দেখা মিললেই মনে খুশির ফুল ফুটত।
চাঁদরাতেই ডিজাইন করে মেহেদি দিতাম। যাতে বোন বা বান্ধবীরা দেখতে না পায় তাই নতুন জামাকাপড় লুকিয়ে রাখতাম। ঈদের দিন সকালে ওই জামা পরে সবাইকে তাক লাগিয়ে দিতাম। মধুর ছিল সেসব দিন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।