সকালে উঠে ভুলেও করবেন না এই ৫ কাজ

সকালে উঠে

লাইফস্টাইল ডেস্ক : সকাল ঠিক মতো শুরু না করলে, সারাদিন ভালো যাবে না, অনেকটা এমনটাই বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। শাস্ত্র অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে বিশেষ কয়েকটি কাজ কখনওই করতে নেই। কেউ করে ফেললে সারাদিন ভোগান্তির শেষ থাকবে না। সকালে ঘুম থেকে ওঠার পরে কোনো জিনিসগুলো দেখা উচিত নয়, আজকের এই প্রতিবেদনে সেটাই আলোচনা করা হল।

সকালে উঠে

১. আয়না (Mirror): বহু মানুষ আছেন, যাঁরা সকালে ঘুম থেকে উঠে আয়নাতে নিজের মুখ দেখতে পছন্দ করেন। বাস্তুশাস্ত্রে এই কাজ করতে মানা করা হয়েছে। শাস্ত্র মতে, এই কাজ করলে জীবনে অশুভ ঘটনা ঘটতে পারে। পরিবর্তে আরাধ্য দেবতা দর্শন করার পরামর্শ দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রে। এমনটা করলে আরাধ্য দেবতার আশীর্বাদ সারাদিন বজায় থাকবে এবং দিন ভালো কাটবে।

২. ঘড়ি (Clock): বাড়িতে খারাপ ঘড়ি থাকলে কখনওই ঘুম থেকে ওঠার পরে সেই ঘড়ির দিকে তাকানো যাবে না। খারাপ ঘড়ি অশুভ সময়ের ইঙ্গিত বহন করে। এমনকি বাইরেও খারাপ ঘড়ি দেখা উচিত নয়। এই ঘড়ির উপস্থিতিতে বাড়িতে ঝগড়া-বিবাদ দেখা দিতে পারে।

৩. নোংরা বাসনপত্র (Dirty Utensils): বাড়িতে এঁটো বাসনপত্র কখনও রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। নোংরা বাসনপত্র বাড়িতে রাখলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং এর প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারে। ফলে অভাব পিছু ছাড়ার নাম নেবে না।

৪. ছায়া (Shadow): শাস্ত্রে ছায়া দেখলে তা রাহুর লক্ষণ বলে চিহ্নিত করা হয়েছে। তাই সকালে ঘুম থেকে উঠে ছায়া দেখতে মানা করা হয়েছে। এমনটা করলে সারাদিন খারাপ যেতে পারে। উল্লেখ্য, নিজের বা অন্যের, কারোরই ছায়া দেখা যাবে না।

রাজ ও পরীমণি যে কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন

৫. হিংস্র প্রাণীর ফটো (Photo of Ferocious Animal): ঘুম থেকে উঠেই হিংস্র প্রাণীর ফটো বা ভিডিও না দেখার চেষ্টা করতে হবে। এই প্রকৃতির ফটো ও ভিডিও জীবনে নেতিবাচক বার্তা বয়ে আনে। এমনটা করলে বাড়িতে বিবাহিত দম্পতির সম্পর্ক খারাপ হয়। এমনকি অফিসেও বিবাদ দেখা দিতে পারে।