শখ বললেন, দারুণ সময় কাটল

শখ

বিনোদন ডেস্ক : আনিকা কবির শখ একজন অভিনেত্রী সেটা সবারই তো জানা। কিন্তু তিনি ভালো নৃত্যশিল্পী সেটা অনেকেরই অজানা হয়তো। জীবনের নানা চড়াই-উতরাই, ঘটনা আর অঘটন শেষে আবার ফিরেছেন শোবিজে। করছেন অভিনয়, আরও বেশি নিয়মিত হয়েছেন স্টেজ শো’তে পারফর্ম নিয়ে। এই কিছুদিন আগে রামু ক্যান্টনমেন্টে দারুণ নাচের পারফর্ম করে ফিরলেন।

শখ

ঢাকাই ফিরে কয়টা দিন বিশ্রাম নিয়ে ছুটেছেন অন্য স্টেজ শোতে। শুক্রবার শখ পারফর্ম করতে গিয়ে যান ময়মনসিংয়ের একটি অনুষ্ঠানে। একই অনুষ্ঠানে হাজির হয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বসও। শখের সঙ্গে ছিলেন কন্যা আনাহিত রহমান আলিফকে। আর অপু বিশ্বাসের সঙ্গে আব্রাম খান জয়। দুই অভিনেত্রী একসঙ্গে হওয়ায় চুটিয়ে দিলেন আড্ডা, ঘুরলেন সন্তানদের নিয়ে।

শখ জানালেন, একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গেলেও তারা এর ফাকেঁ একটা পারিবারিক পিকনিক করে ফেলেছেন। অপু বিশ্বাস ও জয়ের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন।

শখের ভাষ্য, ‘বিজয় দিবসের একটি অনুষ্ঠানে আমরা ময়মনসিংহে যাই। এরই ফাঁকে আামি আর অপুদি আলিফ আর জয়কে নিয়ে দারুণ একটি জয়গায ঘুরতে যাই। উপভোগ্য ছিলো জয়গাটি। অনুষ্ঠানে এসে একটা ছোট পিকনিকও করে ফেললাম আর কী।’

এদিকে দীর্ঘ বিরতি দিয়ে ফেরার নাচের দিকেই বেশি মনোযোগ দেখা গেছে শখের। টিভিতে নাচের অনুষ্ঠানে পারফরম করতে দেখা যাচ্ছে। টিভির পাশাপাশি মঞ্চেও নিয়মিত নাচ করেন শখ। শখ জানালেন, আপাতত অভিনয় আর নৃত্যচর্চা নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি।

নিরহুয়ার কোলে উদ্দাম রোমান্সে আম্রপালি, নেট দুনিয়ায় তুমুল ভাইরাল

অন্যদিকে অপু বিশ্বাস সম্প্রতি শেষ করেছেন তার প্রথম প্রযোজিত ছবি ‘লালশাড়ি’ এর শুটিং। নতুন বছরের শুরু সময়ই ছবটি মুক্তির দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।