সকল শক্তির উৎস সূর্য হলে সূর্যের নিজে কোথা থেকে শক্তি পায়? জানলে চমকে যাবেন

সকল শক্তির উৎস সূর্য

জুমবাংলা ডেস্ক : সরকারি হোক বা বেসরকারি যেকোন পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত। কারণ এসএসসি, ব্যাঙ্কিং বা রেলওয়ের পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন বেশি করা হয়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু সম্ভাব্য পরীক্ষার প্রশ্নসহ উত্তর নিয়ে আসা হয়েছে এবার দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম বার নোটবন্দি করেছিলেন?
উত্তরঃ মোরারজি দেশাই (Morarji Desai)।

২) প্রশ্নঃ কাকে ভারতের হ্রদের শহর বলা হয়?
উত্তরঃ রাজস্থানের উদয়পুরকে।

৩) প্রশ্নঃ জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু (Subhash Chandra Bose)।

৪) প্রশ্নঃ কোন নদী কেবল জম্মু-কাশ্মীরে বয়ে যায়?
উত্তরঃ সিন্ধু নদী।

৫) প্রশ্নঃ রাজস্থানের রাজ্য পশু কী?
উত্তরঃ উট।

৬) প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রে মোট কতগুলি রাজ্য আছে?
উত্তরঃ ৫০টি।

৭) প্রশ্নঃ কোয়েল কোন রাজ্যের রাজ্য পাখি?
উত্তরঃ ঝাড়খন্ড।

৮) প্রশ্নঃ মোবাইল কথাটির বাংলায় অর্থ কী?
উত্তরঃ ভ্রাম্যমান।

৯) প্রশ্নঃ ভারতের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন কোনটি?
উত্তরঃ ছত্রপতি শিবাজী রেলওয়ে স্টেশন (Chhatrapati Shivaji Railway Station)।

১০) প্রশ্নঃ কোন পাখি সিংহ কেও শিকার করতে পারে?
উত্তরঃ উটপাখি।

১১) প্রশ্নঃ কোন গ্রহকে রাত্রিবেলায় লাল রঙের দেখায়?
উত্তরঃ মঙ্গল গ্রহকে (Mars)।

১২) প্রশ্নঃ ভারতের সবথেকে লম্বা সড়ক সুড়ঙ্গ কোন রাজ্যের মধ্যে অবস্থিত?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।

১৩) প্রশ্নঃ মিস ওয়ার্ল্ড (Miss World) হবার পর কত টাকা পাওয়া যায়?
উত্তরঃ ১০ কোটি টাকা।

১৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী আছে?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) রাজ্যের ভারতের একমাত্র রাজ্য যার দুটি রাজধানী রয়েছে। শ্রীনগর গ্রীষ্মকালীন রাজধানী এবং জম্মু শীতকালীন রাজধানী।

সাত দিনের মধ্যে মুখের কালো দাগ দূর করার দুর্দান্ত উপায়

১৫) প্রশ্নঃ সকল শক্তির উৎস সূর্য, কিন্তু সূর্য নিজে কোথা থেকে শক্তি পায় জানেন?
উত্তরঃ আপনি জেনে অবাক হবেন যে সূর্য নিজেই তার নিজস্ব শক্তির উৎস।