শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি

পাপুয়া নিউগিনি

বিনোদন ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

পাপুয়া নিউগিনি

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৮টা ৪৬ মিনিটে উত্তরাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি। ভূমিকম্পটি উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে আঘাত হানে।

দুর্বল ও অসহায় পুরুষদের প্রতি আকৃষ্ট হতেন পূজা

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ১২ কিলোমিটার গভীরতায় ছিল বলে শনাক্ত করা হয়েছে।