বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সূর্য থেকে দীর্ঘ মেয়াদি বিকিরণ ঝড় সৃষ্টি করার মতো এক্স-ক্লাশ শিখা উৎসারিত হতে পারে বলে জানিয়েছেন তারা। শক্তিশালী সৌর শিখার কারণে বিশ্বের শর্ট ওয়েভভিত্তিক যোগাযোগ বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা।
রবিবার সূর্য থেকে উৎসারিত তিনটি সৌর শিখা পর্যবেক্ষণের পর তারা এ সতর্কতা জানিয়েছেন।
মস্কোর ফিউদেরফ ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড জিওফিজিক্স জানায়, সোমবার সূর্য থেকে বিশ্বব্যাপী রেডিও বিপর্যয় ও দীর্ঘ মেয়াদি বিকিরণ ঝড় সৃষ্টি করার মতো এক্স-ক্লাশ শিখা উৎসারিত হতে পারে, সঙ্গে প্রোটন শিখাও থাকতে পারে আর তাতে শর্ট ওয়েভ রেডিও যোগাযোগ ও সম্প্রচারে বিঘ্ন ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
এক্স ক্লাশ শিখাগুলো সৌরজগতের বৃহত্তম বিস্ফোরণ আর এগুলোর কারণে সৃষ্ট বিকিরণ ঝড় অনেকদিন পর্যন্ত স্থায়ী হয়। প্রোটন শিখা সূর্যের অত্যন্ত সক্রিয় কণার ঝড়, যার গঠন উপাদানগুলোর অধিকাংশই প্রোটন।
সূর্যের ভেতরের ও চারপাশের শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র পুনর্সংযোজিত হওয়ার সময় সৌর শিখার আবির্ভাব হয়। এগুলো থেকে ধেয়ে আসা সৌর বায়ু পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে। নাসার তথ্য অনুযায়ী, এগুলো কৃত্রিম উপগ্রহ ও যোগাযোগ যন্ত্রপাতিকে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখে।
২০২২ সালে সূর্যে একটি বিশাল বিকিরণ বিস্ফোরণ হওয়ার পর এর প্রভাবে শুরু হওয়া ভূচৌম্বকীয় ঝড়ে স্পেসএক্সের নতুন উৎক্ষেপিত ৪০টি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) অকার্যকর হয়ে গিয়েছিল। ফিউদেরফ ইনস্টিটিউট জানিয়েছে, রোববার তিনটি সৌর শিখা পর্যবেক্ষণ করা হয়েছে, এগুলোর মধ্যে একটি ১৪ মিনিট স্থায়ী ছিল। এরপর রেডিও যোগাযোগ ব্যাহত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।