বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আজ, ৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ, শেষ হবে ভোর ৪টা ০৭ মিনিটে। ২০২২-এর প্রথম সূর্যগ্রহণ এটি, তবে এই সূর্যগ্রহণ হবে আংশিক। সবস্থানে দৃশ্যমান হবে না এবং সবকিছুতে প্রভাব ফেলবে না। আজকের সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং অন্টার্কটিক মহাসাগর এই সব স্থানে। আজকের এই আংশিক সূর্যগ্রহণ বাংলাদেশ-ভারত থেকে দৃশ্যমান হবে না।
জ্যোতিষশাস্ত্রঅনুসারে সূর্য হল গ্রহের রাজা। সূর্যকে ‘আত্মার কারক’ বলে মনে করা হয়। সেঅনুসারে সূর্য গ্রহণ অত্যন্ত অশুভ হিসেবে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে সূর্যে গ্রহণ লাগলে সর্বত্র দুঃখ কষ্ট ও অশুভ প্রভাব বৃদ্ধি পায়। নিজেদের অক্ষপথে ঘুরতে ঘুরতে যখন চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝখানে এমন ভাবে এসে পড়ে, যাতে চাঁদের ছায়া পড়ে সূর্যের আলো পৃথিবীতে এসে পড়া আটকে যায়, তখন সূর্য গ্রহণ হয়। তবে পুরাণ অনুসারে রাহু সূর্যকে গিলে ফেলে বলে আকাশ থেকে কিছু সময়ের জন্য সূর্য হারিয়ে যায়। তবে রাহুর গলা কাটা থাকার জন্য একটু পরেই আবার ফিরে আসে সূর্য। সূর্য ও চন্দ্রগ্রহণ ঘিরে একধিক পৌরাণিক কাহিনি রয়েছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের একাধিক দেশে এই সমস্ত কাহিনীতে ভর করে বহু প্রচলিত তথ্য ও ভাবনা থেকে যায়। তবে বৈজ্ঞানিক ধারণা মতে, চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকাকালীন বিরল মহাজাগতিক ঘটনা হিসাবে সূর্য ও চন্দ্রগ্রহণ উঠে আসে।
আজকের সূর্যগ্রহণ আংশিক গ্রহণ এবং বৃষ রাশিতে হবে। যার প্রভাব দক্ষিণ-পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক এবং অ্যান্টার্কটিকায় দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে না। তাই এই সূর্যগ্রহণের কোনো প্রভাব বাংলাদেশের উপর নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।