সয়াবিন তেল বোতল থেকে বের করে খোলা তেল হিসেবে বিক্রি

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : দোকানের তাকে বোতলজাত সয়াবিন তেল না থাকলেও গুদামে শত শত খালি বোতল পাওয়া যাচ্ছে। গুদামে থাকা বোতল থেকে সয়াবিন তেল বের করে অধিক লাভের আশায় বেশি দামে খোলা তেল হিসেবে খুচরায় বিক্রি করছে দোকানিরা। বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে।

মঙ্গলবার (১০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জের ঘিওর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এসব চিত্র দেখা যায়।

এ সময় অধিক দামে সয়াবিন তেল বিক্রি, অবৈধ মজুতদারি এবং পণ্যের মূল্য তালিকা না দেখানোয় ভোক্তা অধিকার আইন ২০০৯ ধারা অনুযায়ী পাঁচটি দোকানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

দণ্ডপ্রাপ্ত দোকানগুলো হলো- ফারুক অ্যান্ড সন্স স্টোর (২০ হাজার টাকা), হানিফ স্টোর (২ হাজার টাকা), অসীম কুমার স্টোর (৩ হাজার টাকা), সাহা ব্রাদার্স স্টোর (৫ হাজার টাকা) এবং সুমন স্টোর (৭ হাজার টাকা)। অভিযান চলাকালে সবার কাছ থেকেই জরিমানা আদায় করা হয়েছে।

আসাদুজ্জামান রুমেল জানান, অভিযানে ফারুক অ্যান্ড সন্স স্টোরে কোনো বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি। অথচ প্রতিষ্ঠানটির গুদামে অভিযান চালিয়ে শত শত খোলা বোতল পাওয়া যায়, যার অধিকাংশই ছিল ২ এবং ৫ লিটারের। জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানটির মালিক অধিক লাভের আশায় বোতল থেকে বের করে খোলা তেল হিসেব বিক্রির বিষয়টি স্বীকার করেন। পাশাপাশি এ থেকে লিটারপ্রতি ২০ টাকা অতিরিক্ত লাভ পাওয়ার কথাও জানান।

তিনি আরোও জানান, অভিযান চলাকালে অন্য মুদি দোকানিরা দোকান বন্ধ করে পালিয়ে যান। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভোক্তা অধিদপ্তরের অভিযানে মানিকগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা