Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home স্বল্প ও মধ্যআয়ের মানুষদের কষ্ট : সংসার খরচ মেটাতে সঞ্চয়ে হাত
অর্থনীতি-ব্যবসা জাতীয়

স্বল্প ও মধ্যআয়ের মানুষদের কষ্ট : সংসার খরচ মেটাতে সঞ্চয়ে হাত

জুমবাংলা নিউজ ডেস্কMarch 29, 20225 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঝড়ের গতিতে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম। হিমশিম খেতে হচ্ছে স্বল্প ও মধ্যআয়ের মানুষদের। ব্যয়ের সঙ্গে আয় না বাড়ায় জীবিকা নির্বাহ করতে একদিকে জীবনযাত্রার মানে লাগাম টানতে হয়েছে, অন্যদিকে খরচ করতে হচ্ছে সঞ্চয় থেকে। অনেকেই এখন সঞ্চয় ভেঙে সংসার খরচ মেটাচ্ছেন। এতে বর্তমান সঞ্চয়ের স্থিতি যেমন কমে যাচ্ছে, তেমনি নতুন সঞ্চয়ের গতিও হ্রাস পাচ্ছে। ফলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোতে সঞ্চয়ের স্থিতি কমেছে।

স্বল্প ও মধ্যআয়ের মানুষদের কষ্ট : সংসার খরচ মেটাতে সঞ্চয়ে হাত
ফাইল ছবি

বাজার দরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত এক বছরের ব্যবধানে চালের দাম ১৮ দশমিক ২০ শতাংশ, সয়াবিন তেলের দাম সাড়ে ২১ শতাংশ, ডালের দাম ২৩ শতাংশ, আটার দাম ৫০ শতাংশ বেড়েছে। এছাড়া অন্যান্য প্রায় সব পণ্যের দাম বেড়েছে। সেবার মধ্যে গণপরিবহণের ভাড়া বেড়েছে প্রায় ৫০ শতাংশ। জ্বালানি তেলের দাম বাড়ায় প্রায় সব পণ্যের দামে এর প্রভাব পড়েছে। গ্যাস, পানি ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণেও সেবা ও পণ্যের দাম বেড়েছে।

করোনার কারণে গত এক বছরে পণ্য ও সেবার মূল্য বেড়েছে। এতে বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। কিন্তু করোনার কারণে গত দুই বছরে মানুষের আয় বাড়েনি। বরং কমেছে। ফলে জীবনযাত্রার ব্যয় নির্বাহে মানুষকে হাঁসফাঁস করতে হচ্ছে। বাড়তি ব্যয় মেটাতে অনেকেই নতুন সঞ্চয় করা কমিয়ে দিয়েছেন। অনেকে আগের সঞ্চয় ভেঙে খাচ্ছেন। বিভিন্ন সংস্থার জরিপ প্রতিবেদনে এমন চিত্র উঠে আসছে। সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের (সিপিএ) এক জরিপে দেখা গেছে. ২৬ শতাংশ মানুষ এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে। ঋণ করে খাদ্যের পেছনে ব্যয় করছেন ৩৪ শতাংশ পরিবার। আগে এ হার আরও বেশি ছিল।

সঞ্চয় কমার এই প্রবণতাকে ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদরা। তারা মনে করেন, সঞ্চয় কমার সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়বে জিডিপিতে। জিডিপির আকার বাড়াতে হলে সঞ্চয়ও বাড়াতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, দেশের মোট জিডিপির মধ্যে সঞ্চয়ের হার ২৪ শতাংশ। এ হার কমপক্ষে ৩০ শতাংশে উন্নীত করতে হবে। যেখানে সঞ্চয় বাড়ানোর কথা। সেখানে কমছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সঞ্চয় কমে যাওয়া ভালো লক্ষণ নয়। গ্রাহকরা দৈনন্দিন চাহিদা মেটাতে সঞ্চয় ভাঙলে সেটা আরও খারাপ। ভোক্তাদের ব্যয়ের সঙ্গে আয়ের মিল নেই। ফলে তারা সঞ্চয় ভাঙছে। রাতারাতি আয় বাড়ানো সম্ভব নয়। দ্রব্যমূল্য বাড়ার কারণে এমনটি হয়েছে। এখন দ্রব্যমূল্য কমাতে হবে। তাহলে ভোক্তার ব্যয় কমবে। তখন আবার সঞ্চয় বাড়তে শুরু করবে।

সূত্র জানায়, গত অর্থবছরের জুলাই জানুয়ারিতে ব্যাংকে সঞ্চয় বেড়েছিল সাড়ে ৪৩ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে সঞ্চয়ের প্রবৃদ্ধি তো বাড়েইনি, উল্টো আরও কমেছে সাড়ে ৫১ শতাংশ। অর্থাৎ সঞ্চয়ের প্রবৃদ্ধি অর্ধেকে নেমে এসেছে। গত অর্থবছরের জুলাই-জানুয়ারিতে সঞ্চয় হয়েছিল ১ লাখ ৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের একই সময়ে হয়েছে ৫০ হাজার ৯৬৫ কোটি টাকা।

ঢাবির ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত, যখন থেকে কার্যকর

গ্রাহকরা ব্যাংকে দুই ধরনের সঞ্চয় করেন। মেয়াদি আমানত ও চলতি আমানত। মেয়াদি আমানত রাখা হয় বিভিন্ন সঞ্চয়ী প্রকল্পের আওতায়। এতে মুনাফার হার একটু বেশি থাকে। বিশেষ করে স্বল্প ও মধ্য আয়ের মানুষ মুনাফার আশায় এতে সঞ্চয় করেন। গত অর্থবছরের ওই সময়ে এ সঞ্চয় বেড়েছিল ২৬ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে এতে প্রবৃদ্ধি তো বাড়েনিই, উলটো কমেছে সাড়ে ৪৩ শতাংশ। অর্থাৎ গত অর্থবছরে ওই সময়ে এ খাতে সঞ্চয় বেড়েছিল ৯৮ হাজার ৬৫৪ কোটি টাকা। চলতি অর্থবছরের একই সময়ে বেড়েছে মাত্র ৫৫ হাজার ৮১৭ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় প্রায় অর্ধেক কম।

ব্যাংকে যেসব সঞ্চয় থাকে চলতি আমানত হিসাবে। যে কোনো সময় এ অর্থ গ্রাহক তুলে নিতে পারে। এতে কোনো শর্ত নেই। এর মধ্যে চলতি হিসাবে যে আমানত থাকে তার বিপরীতে কোনো সুদ দেওয়া হয় না। সাধারণ আমানতে যৎসামান্য সুদ দেওয়া হয়। গত অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে চলতি আমানত বেড়েছিল ২২৮ শতাংশ। গত অর্থবছরে একই সময়ে এ খাতে প্রবৃদ্ধিও হার কমেছে ১৭৫ শতাংশ। অর্থাৎ গত অর্থবছরের ওই সময়ে এ খাতে আমানত বেড়েছিল ৬ হাজার ৪৫৫ কোটি টাকা। চলতি অর্থবছরের একই সময়ে এ খাতে কোনো আমানত বাড়েনি। উলটো আগের আমানত থেকে কমেছে ৪ হাজার ৮৫২ কোটি টাকা। মোট আমানতের ৮০ শতাংশই মেয়াদি আমানত। ফলে মেয়াদি আমানত কমলে সার্বিক সঞ্চয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু চলতি আমানতের হার মোট আমানতের ২০ শতাংশ। যে কারণে এ আমানত কমলেও খুব বেশি প্রভাব পড়ে না মোট সঞ্চয়ে। তবে চলতি আমানত যে কোনো সময়ে তুলে নেওয়া যায়, এতে কোনো মুনাফাও মেলে না। এ কারণে সঞ্চয় ভাঙতে হলে আগে চলতি আমানত থেকেই টাকা তুলে। যে কারণে এ আমানত বেশি কমেছে।

মুদ্রা সরবরাহের মধ্যে ১০ থেকে ২০ শতাংশ নগদ আকারে বাজারে ছাড়িয়ে ছাড়া হয়। দেশে মোট মুদ্রা সরবরাহ ১৬ লাখ ১৪ কোটি টাকা। এর মধ্যে নগদ আকারে বাজারে ছাড়া হয়েছে ২ লাখ ৩১ হাজার কোটি টাকা। মোট মুদ্রার ১৪ দশমিক ৩১ শতাংশ। এর মধ্যে গত জানুয়ারি পর্যন্ত ২ লাখ ১২ হাজার কোটি টাকাই মানুষের হাতে আছে। গত জুনে ছিল ২ লাখ ৯ হাজার ৫১৭ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই-জানুয়ারিতে মানুষের হাতে থাকা মুদ্রা কমেছিল ২৩৮ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে বেড়েছে ১৩৫ শতাংশ।

এ বিষয়ে পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, দেশের মানুষ সঞ্চয়মুখী। এটি ভালো প্রবণতা। সুষমে সঞ্চয় করে দুঃসময়ের জন্য। এখন সঞ্চয় কমার অর্থ হলো মানুষ এখন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। করোনার কারণে আয়ে যে ধাক্কা লেগেছে তা এখন ঠিক হয়নি। তবে আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আরও ভালো হতে হবে। তবে দ্রব্যমূল্য যেভাবে তাতে নিয়ন্ত্রণ আনতে হবে। তা না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

সূত্র জানায়, ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলে নেওয়ার কারণে ব্যাংকবহির্ভূত মুদ্রার হার বেড়েছে। একই কারণে আমানত কমছে। সূত্র : যুগান্তর

ভিটামিন ই ক্যাপসুলের যত গুণ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
: অর্থনীতি-ব্যবসা কষ্ট খরচ জাতীয় মধ্যআয়ের মানুষদের মেটাতে সঞ্চয়ে সংসার স্বল্প হাত
Related Posts
হাদি

হাদির খুনিকে পার করেন দুই নেতা, দিতে হলো যত টাকা

December 25, 2025
রাজবাড়ীতে গণপিটুনিতে নিহত

রাজবাড়ীতে গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় সরকারের বিবৃতি

December 25, 2025
রিকশাচালক

হাদিকে বহন করা সেই রিকশাচালক জবানবন্দিতে যা বললেন

December 25, 2025
Latest News
হাদি

হাদির খুনিকে পার করেন দুই নেতা, দিতে হলো যত টাকা

রাজবাড়ীতে গণপিটুনিতে নিহত

রাজবাড়ীতে গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় সরকারের বিবৃতি

রিকশাচালক

হাদিকে বহন করা সেই রিকশাচালক জবানবন্দিতে যা বললেন

বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী

এবার বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী

Surabhi

‘সমন্বয়ক’ সুরভী যে কারণে গ্রেফতার হলেন

ডাকসুর নেত্রী তন্বী

বিয়ে করলেন ডাকসুর নেত্রী তন্বী

শীত

শীত নিয়ে ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

Gold

রেকর্ড বৃদ্ধির পর বিশ্ববাজারে কমেছে সোনা-রুপার দাম

মার্টিন লুথার কিং

তারেক রহমানের বক্তব্যের সেই মার্টিন লুথার কিং কে?

Abawas

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.