সমালোচনার কড়া জবাব দিলেন দীঘি

দীঘি

বিনোদন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় পা রাখেন প্রার্থনা ফারদিন দীঘি। সেই শিশুশিল্পী এখন শোবিজের জনপ্রিয় নায়িকা। আর বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময়ও পার করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া টিকটকেও বেশ সবর এই চিত্রনায়িকা। আর এ কারণে মাঝে মধ্যেই তাকে শুনতে হয়েছে নানা কথা।

দীঘি

এবার এসব সমালোচনার কড়া জবাব দিলেন দীঘি। তার কথায়, ‘বাংলাদেশের নায়িকাদের মধ্যে আমিই শুধু টিকটক করি না, আরও অনেক নায়িকাই করে। কিন্তু আমি জানি না, শুধু আমাকেই কেন টিকটক বিষয়ে প্রশ্ন করা হয়। তাদের কেন প্রশ্ন করা হয় না? ঘুরে ফিরে আমাকেই বলা হয়, আমি কেন টিকটক করছি?’

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা সমালোচনা করেন তাদের বলব, এখন হাতে আমার টিকটক করার মতো সময় নেই। পড়াশোনা ও কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। আশা করি, টিকটক ইস্যুতে আমাকে ভুল বুঝবেন না। আমার টিকটক করা হয় মূলত যখন ফ্রি থাকা হয় তখন।

মোবাইল পানিতে পড়লে যা করবেন, যা করবেন না

জানা গেছে, খুব শিগগির নতুন সিনেমার কাজ নিয়ে ফিরবেন দীঘি। শুটিংয়ের আগে নতুন সিনেমার নাম বা তা সম্পর্কে কিছুই বলতে চান না এই নায়িকা। পুরোটাই চমক হিসেবে ভক্তদের উপহার দিতে চান তিনি।