ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। হাঁটুর বয়েসি নায়িকা শ্রুতি হাসানের সঙ্গে ‘ওয়ালটেয়ার ভিরিয়া’ সিনেমায় জুটি বেঁধে রোমান্স করতে দেখা গিয়েছে তাকে। তারও আগে ‘আচার্য’ সিনেমায় কাজল আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন এই তারকা অভিনেতা। এবার ৩৮ বছরের ছোট এক নায়িকার সঙ্গে পর্দায় রোমান্স করবেন চিরঞ্জীবী।
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, চিরঞ্জীবীর পরবর্তী সিনেমা ‘মেগা ১৫৮’। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমা নির্মাণ করবেন পরিচালক ববি কলি। সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন মালবিকা মোহনান। সবকিছু ঠিক থাকলে ৩২ বছর বয়সি মালবিকা ৭০ বছরের চিরঞ্জীবীর সঙ্গে রোমান্স করবেন। তাদের মাঝে বয়সের ব্যবধান ৩৮ বছরের।
‘মেগা ১৫৮’ সিনেমা প্রযোজনা করবেন কেভিএন প্রোডাকশন। আগামী ৫ নভেম্বর পূজা-আর্চনার মধ্য দিয়ে সিনেমাটির যাত্রা শুরু করবেন নির্মাতারা। তবে ২০২৬ সালের জানুয়ারিতে দৃশ্যধারণের কাজ শুরু হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
চিরঞ্জীবীর হাতে এখন চারটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। অন্যদিকে, তামিল ভাষার ‘সরদার টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মালবিকা।
তেলেগু ভাষার ‘রাজা সাব’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রভাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।