জুমবাংলা ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিপ্লবের পক্ষ শক্তির অনেক বিষয়ে আমরা সমালোচনা করি। অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়েও আমরা সমালোচনা করি এবং করবো। তারপরও ইউনূস সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত একটি গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিএম রাজিব হোসেনের ‘দ্রোহের গ্রাফিতি; চব্বিশের গণঅভ্যুত্থান‘ গ্রন্থের প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সম্মিলিত পেশাজীবি পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, মাসিক সরগম পত্রিকার সম্পাদক কাজী রওনক হোসেন প্রমুখ।
রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্বের উপর ভারত সরাসরি হস্তক্ষেপ চালাচ্ছে। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এই পর্যন্ত ঠিক ছিলো, কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টে উস্কানি দেয়ার জন্য এখন তারা তাকে স্বাধীনতা দিচ্ছে। শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশে যে প্রতিক্রিয়া হচ্ছে ভারত আবার সেটির পক্ষে অবস্থান নিচ্ছে। একটি স্বাধীন দেশের উপর আরেকটি স্বাধীন দেশের এমন হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।’
শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার অন্যতম অস্ত্র ছিল, তারা নিজেদের তৈরি করা ইতিহাস জনগণের উপর চাপিয়ে দিতো। তারা এখনও এই ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। ড. ইউনূসের মত একজন বিশ্ব নন্দিত নেতাকে তারা বিশ্বের কাছে জঙ্গী হিসেবে উপস্থাপন করে বেড়াচ্ছে। নিজেদেরকে তুলে ধরছে নির্যাতিত হিসেবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ও তার বাহিনী দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে। সাড়ে তিন হাজার মানুষকে গুম করেছে। জুলাই-আগস্টে দুই হাজার মানুষকে হত্যা করেছে, যাদের কারও কারও বয়স ছিল মাত্র চার থেকে আট বছর। তার সময়ে শাপলা হত্যাকাণ্ড হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর ভয়ানক হত্যাকাণ্ড চালানো হয়েছিল। দেশের প্রধান বিচারপতিকে সিকিউরিটি এজেন্সি দিয়ে গলাধাক্কা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। অথচ তখন বলা হতো, দেশের বিচার ব্যবস্থা নাকি স্বাধীন!’
কাদের গণি চৌধুরী বলেন, ‘জুলাই-আগস্টে দেশের ছাত্র-জনতার রক্তে দেশের রাজপথ রঞ্জিত হয়েছিল দেখেই এখন আমরা মুক্ত স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। সকলের সম্মিলিত এই ঐক্য, যে কোনো মূল্যে সমুন্নত রাখতে হবে।’
১-১ গোলে ড্র মাদ্রিদ ডার্বি, ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ
সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দ্রুত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করছে না। তারা এখনও ভাবছে কোনো একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।