বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে বাজেট স্মার্টফোন (Budget Smartphone)। এক্ষেত্রে দু’ধরনের রেঞ্জে অর্থাৎ দামে স্মার্টফোন পাওয়া যায়। একটি হল ১০ হাজার টাকার কম দামের ফোন। অন্যটি ১৫ হাজারের কম দামের স্মার্টফোন। আপনার বাজেট যদি ১৫ হাজার টাকা হয় এবং নতুন বছরের শুরুর দিকে নতুন ফোন (5G Phone) কেনার পরিকল্পনা থাকে তাহলে এখন ভারতের বাজারে কোন কোন ফোন পাবেন, সেই তালিকাটা একনজরে দেখে নেওয়া যাক।
পোকো এম৬ ৫জি
ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে ১০,৪৯৯ টাকা থেকে। ব্যাঙ্ক অফারে কিনলে পাবেন ৯৪৯৯ টাকায়। অর্থাৎ ১০ হাজারের কমেই হাতে আসবে ৫জি মডেল। দ্রুত গতিতে কাজ করে পোকো সংস্থার এই ফোন। চোখের নিমেষে ডাউনলোড হয়ে যায় সিনেমা, সিরিজ। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের র্যামের পরিমাণ ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে এই ফোনে। পোকো এম৬ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি
স্যামসাংয়ের এই ফোনে রয়েছে 5nm Exynos 1330 chipset। ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে। ভারতে এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯০ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯০ টাকা। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির PLS LCD ডিসপ্লে। ফুল এইচডি রেজোলিউশন রয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর রয়েছে ২৫ ওয়াটের র্যাপিড চার্জিং ফিচারের সাপোর্ট।
টেকনো পোভা ৫ প্রো ৫জি
এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। গেম খেলার পাশাপাশি মাল্টি-টাস্কিং, অর্থাৎ একসঙ্গে অনেক কাজ করার জন্য এই ফোন আদর্শ। ১৫ হাজার টাকার কমেই কেনা যাবে এই ৫জি ফোন। এখানে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। একবার চার্জ দিলে সারাদিন ভালভাবে চালু থাকবে ফোন। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে। এরপর মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে টেকনো পোভা ৫ প্রো ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
লাভা স্টর্ম ৫জি
লাভা ভারতের নিজস্ব সংস্থা। তাদের এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা স্টর্ম ৫জি। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। এর সঙ্গে থাকছে ফেস আনলক ফিচারের সাপোর্ট। এছাড়াও লাভা স্টর্ম ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। লাভা স্টর্ম ৫জি ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS 2.5D ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। লাভা স্টর্ম ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনে সেকেন্ডারি ক্যামেরা সেনসর হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। সঙ্গে রয়েছে একটি স্ক্রিন ফ্ল্যাশ। এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ৮ জিবি যা ভার্চুয়াল র্যাম ফিচারের সাহায্যে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।