বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনেকেই সাশ্রয়ী দামে স্পোর্টস বাইক খোঁজেন। বাজারে এমন কিছু বাইক আছে যেগুলোর দাম হাতের নাগালে। জানুন ভারতের বাজারে বিক্রি হওয়া কয়েকটি স্পোর্টস বাইক সম্পর্কে। যেগুলো দেশটির বাজারে ২ লাখ রুপির মধ্যে পাওয়া যায়।
বাইকের মধ্যেও রয়েছে বিভিন্ন ভাগ। যার মধ্যে একটি হল স্পোর্টস বাইক। সাধারণ কমিউটার মোটরসাইকেলের থেকে এগুলোর চেহারা বেশ মাসকুলার এবং স্টাইলিশ হয়। যার ফলে অনেকেই স্পোর্টস বাইক ভালোবাসেন। এই মুহূর্তে ভারতে যতগুলো স্পোর্টস বাইক বিক্রি হয়, তার মধ্যে সস্তা কী কী চলুন দেখে নেওয়া যাক।
২ লাখের নিচে স্পোর্টস বাইক
উচ্চ গতি এবং দুরন্ত পারফরম্যান্সের কারণে স্পোর্টস বাইক সবসময়ই চর্চায় থাকে। বিশেষ করে তরুণ বাইক-প্রেমীরা এই ধরনের মোটরসাইকেল বেশি পছন্দ করেন। যে কারণে বিগত কয়েক বছরে ভারতে স্পোর্টস বাইকের বাজারে চাহিদা বৃদ্ধি পেয়েছে। এবং একই সঙ্গে এন্ট্রি-লেভেল বা সস্তায় টু হুইলার লঞ্চ করেছে কোম্পানিগুলো।
এই মুহূর্তে ভারতে বিভিন্ন দাম ও ইঞ্জিনের একাধিক স্পোর্টস বাইক বিক্রি হয়। কিন্তু তার মধ্যে সবথেকে সস্তা এবং ভালো পারফরম্যান্স কোনগুলোর চলুন দেখে নেওয়া যাক।
সুজুকি জিক্সার এসএফ
বাজারে বিক্রি হওয়া সবথেকে কম দামী স্পোর্টস বাইক বলতে পারেন। স্ট্রিট নেকেড জিক্সার বাইকের মতোই এতে রয়েছে ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৩.৪ হর্সপাওয়ার এবং ১৩.৮ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।
হিরো এক্সট্রিম ২০০এস
হিরো মটোকর্পের এই মোটরসাইকেলেও পাবেন স্পোর্টস বাইকের অনুভূতি। এতে রয়েছে 199 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন যা সর্বাধিক ১৮.৯ হর্সপাওয়ার এবং ১৭.৩৫ এনএম টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।
ইয়ামাহা আর১৫
ইয়ামাহার বেশ পরিচিত একটি স্পোর্টস বাইক আর১৫। বাইকে রয়েছে ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড এসওএইসসি ইঞ্জিন এবং ৬ স্পিড গিয়ারবক্স। বাজারে এই বাইক দুইটি ভেরিয়েন্টে পাবেন- পুরনো ভার্সন আর১৫৫ এবং নতুন ভার্সন আর১৫ ভার্সন ৪।
বাজাজ পালসার আরএস ২০০
২০০ সিসির ইঞ্জিনের স্পোর্টস বাইকের মধ্যে অন্যতম পালসার আরএস। ১৯৯.৫ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে এতে। যা সর্বোচ্চ ২৪.২ হর্সপাওয়ার এবং ১৮.৭ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে পাবেন ৬ স্পিড গিয়ারবক্স। বাইকের সর্বোচ্চ গতি ১৪০/৮ কিলোমিটার প্রতি ঘণ্টা।
কেটিএম আরসি ১২৫
তালিকায় সবচেয়ে কম সিসির স্পোর্টস বাইক। ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডারের কেটিএম আরসি। এই বাইকে পাবেন ১২৪ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৪.৩৪ হর্সপাওয়ার এবং ১২ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্স। বাইকের সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।