কখনও আনমনা কখনও উচ্ছ্বসিত, এ এক অন্য মনামী!

বিনোদন ডেস্ক: মনামী ঘোষ বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। সেখানে ঘুরতে গেলেও তার মন পড়ে রয়েছে বাংলায়। বঙ্গতনয়া মনামীর কাছে অন্য বাঙালিদের মতোই দুর্গাপুজো যথেষ্ট স্পেশ্যাল। ফলে সকলের সাথে মনামীও দুর্গাপুজোর জন্য অপেক্ষা করছেন।

মনামী

সম্প্রতি একটি ফটোশুটে নিজের অপেক্ষার কথা তুলে ধরলেন তিনি। শুক্রবার মনামী ইন্সটাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে তার পরনে রয়েছে হলুদ রঙের সিল্কের শাড়ি ও হলুদ ব্লাউজ। সিল্কের শাড়ি জুড়ে রয়েছে সাদা রঙের লিফ ডিজাইন।

তাতে রয়েছে লাল রঙের সুতোর কারুকার্য। শাড়ির পাড়ে বসানো রয়েছে সোনালি জরি। উজ্জ্বল মেকআপ করেছেন মনামী। চোখে ব্যবহার করেছেন ন্যুড শেডের আইশ‍্যাডো। চোখের কোল ভরেছেন কালো কাজলে। ঠোঁট রাঙিয়েছেন লালচে গোলাপি রঙের লিপস্টিকে।

গালে রয়েছে হালকা গোলাপি ব্লাশারের ব্যবহার। দুই ভ্রুর মাঝে মাঝারি আকারের লালচে মেরুন রঙের টিপ পরেছেন মনামী। চুলে খোঁপা বেঁধেছেন তিনি। কানে রয়েছে রূপোলি রঙের ঠোকাই নকশার ইয়ারিং। গলায় রয়েছে রুপোলি রঙের কারুকার্য করা চিক।

ডান হাতে রয়েছে স্টোন স্টাডেড বালা ও দুটি সাদা শাঁখা। বাঁ হাতের আঙুলে রয়েছে রূপোলি রঙের বড় আংটি। নাকে রয়েছে একই রঙের নোজ স্টাড। ছবিতে কখনও মনামী আনমনা, কখনও উচ্ছ্বসিত। ছবিগুলি শেয়ার করে তিনি জিজ্ঞাসা করেছেন পুজোর আর কদিন!

ববিতা-শাবানা-রোজিনা-নূতনদের চেনা যায়!

মনামীর ছবির নিচে কমেন্ট করে অনেকেই লিখেছেন, দীর্ঘদিন পর তারা আবার তাদের পুরানো মনামীকে ফিরে পেয়েছেন। আগামী দিনে মনামীকে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ফিল্ম ‘পদাতিক’-এ। এটি মৃণাল সেন এর বায়োপিক। ফিল্মে মৃণাল-জায়া গীতা সেন এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মনামীকে।