কখনো পুলিশ, কখনো মডেল পরিচয়ে প্রতারণা

গেফতার

জুমবাংলা ডেস্ক :কখনো পুলিশ, কখনো মডেল কিংবা কখনো জনপ্রতিনিধিদের নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন নারীর সাথে প্রতারণা করে আসছিলেন এক ব্যক্তি। শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তার হয়েছেন।

গেফতার

শুক্রবার (২৬ জানুয়ারি) গাইবান্ধায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। তবে প্রাথমিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, বিভিন্ন জনের নাম দিয়ে ওই ব্যক্তি নারীদের সঙ্গে প্রতারণা করতেন। এ সাইবার প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।

কৃষি ভিসায় ইতালি গিয়ে সাত মাস বেকার, যুবকের আত্মহত্যা

শনিবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।